২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার থ্রো করেছিলেন তিনি। এবার নিজেকে ছাপিয়ে ৯০ মিটার পার হওয়ার স্বপ্নপূরণ করলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী তারকা। তবে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও দ্বিতীয় স্থানেই শেষ করতে হল তাঁকে। জার্মানির জুলিয়ান ওয়েবের ৯১.০৬ মিটার থ্রো করে সোনা জেতেন।
advertisement
দোহায় এ দিন প্রথম থ্রোয়ে ৮৮.৪৪ মিটার ছুড়েছিলেন নীরজ। তখনই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ছন্দে রয়েছেন। এরপর দ্বিতীয় থ্রো ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। তাতেই বাকি প্রতিযোগীদের থেকে উপরে চলে যান এবং পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেন। চতুর্থ থ্রোয়ে তিনি ৮০.৬০ মিটার ছোড়েন। পঞ্চম থ্রো আবার ফাউল হয়। ষষ্ঠ থ্রোয়ে নীরজ ৮৮.২০ মিটার ছোড়েন। তখন মনে হচ্ছিল তিনিই এই প্রতিযোগিতা জিতবেন। কিন্তু নাটকের বাকি ছিল। শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার ছুড়ে নীরজকে পেরিয়ে যান ওয়েবার। পরে অবশ্য নীরজকে জড়িয়ে ধরে একসঙ্গে ছবি তোলেন তিনি।