TRENDING:

Divya Kakran Divorce: সাইনা-কাশ্যপের পর এবার দিব্যা কাকরান, ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগীর

Last Updated:

Divya Kakran announces divorce: দিব্যা কাকরান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন। দিব্যা ভারতের জন্য এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। তিনি বেশ কয়েকবার ‘ভারত কেসরি’ সম্মানও পেয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দেশের ক্রীড়ামহল এখনও সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপের বিবাহবিচ্ছেদের খবর থেকেই বেরোতে পারেনি, এর মধ্যেই মহিলা কুস্তিগীর দিব্যা কাকরানের (Divya Kakran) বিবাহবিচ্ছেদের খবর পাওয়া গেল। দিব্যা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন। দিব্যা ভারতের জন্য এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। তিনি বেশ কয়েকবার ‘ভারত কেসরি’ সম্মানও পেয়েছেন।
বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা দিব্যা কাকরানের
বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা দিব্যা কাকরানের
advertisement

দিব্যা কাকরান ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি দিব্যা কাকরান। আমি আপনাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করতে চেয়েছিলাম। আমি সম্প্রতি আমার স্বামী সচিন প্রতাপ সিং-এর সঙ্গে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি ছিল। অনেক ব্যথা ছিল… কিন্তু এর সঙ্গে এমন কিছু মুহূর্তও এসেছে, যেগুলি সম্পর্কে আমি অজানা ছিলাম।’’

advertisement

আরও পড়ুন– পরিচালক কাট বলা সত্ত্বেও নায়িকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রেখেছিলেন নায়ক ! আবার তাঁর পুত্রের সঙ্গেও পর্দায় রোম্যান্স করেছেন সেই অভিনেত্রী

দিব্যা কাকরান দেশের সবচেয়ে সফল মহিলা কুস্তিগীরদের মধ্যে একজন। তিনি দেশ-বিদেশে প্রচুর পদক জিতেছেন। ‘ভারত কেসরি’ ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকটাই জটিলতায় জড়িয়ে পড়েছেন। দিব্যা কাকরান-এর ইনস্টাগ্রাম স্টোরি সেটাই স্পষ্ট করে। তিনি সোমবার পোস্ট করা এই স্টোরিতে লিখেছেন, ‘‘এটা এমন একটি বিষয় নয় যা আমি সহজে শেয়ার করি, কিন্তু আমি মনে করেছি যে আপনাদেরও এটা জানা উচিত। শেষ পর্যন্ত আপনার সমর্থন (দূর থেকে হলেও), আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি ধীরে ধীরে ঠিক হচ্ছি। আমি এখন এই নতুন শুরুকে সম্মান এবং আশা-সহ গ্রহণ করতে শিখছি।’’

advertisement

আরও পড়ুন– পোস্ট অফিসে প্রত্যেক মাসে ১০০০০ টাকা করে রাখছেন? ৬০ মাস পরে কত টাকা রিটার্ন আসবে? বুঝে নিন সেই হিসাব

দিব্যা কাকরান আরও লেখেন, ‘‘জীবন কখনও কখনও এমন মোড় নেয়, যার সম্পর্কে আমরা ভাবতেও পারি না। আমি সত্যিটা মেনে নিয়েছি ৷ আমি এখন সুস্থ হচ্ছি। এখনও আমার পা স্থির করার চেষ্টা করছি। এবং হ্যাঁ, আমি এই পুরো যাত্রায় অনেক কিছু শিখেছি, যা আগে কখনও কল্পনা করিনি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

দিব্যা কাকরান ভারতের হয়ে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (২০২০, ২০২১)-এ দুটি সোনা এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ (২০১৭)-এ সোনা জিতেছিলেন। এছাড়া তিনি ২০১৮ এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। কমনওয়েলথ গেমস (২০১৮, ২০২২)-এও তাঁর নামে দুটি ব্রোঞ্জ পদক রয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Divya Kakran Divorce: সাইনা-কাশ্যপের পর এবার দিব্যা কাকরান, ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল