তবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি কার্তিক। বরং গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে পিঠে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে। ভারতের বোলিং ইনিংসের সময় উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেছেন ঋষভ পন্থ। যাকে কার্তিকের কারণেই একাদশের বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুন - জঘন্যতম অপরাধ! অস্ট্রেলিয়ায় বিরাটের ঘরের গোপন ভিডিও করে ছাড়া হল সোশ্যাল মিডিয়ায়!
advertisement
সমর্থকদের প্রশ্ন বাকি ম্যাচগুলিতে কার্তিককে পাওয়া যাবে তো? উত্তর দিন ভুবনেশ্বর কুমার। গতকালের ম্যাচ শেষে ভারতীয় পেসার বলেছেন, কার্তিকের পিঠে সমস্যা আছে। ম্যাচের পর আর তার সঙ্গে দেখা হয়নি। হোটেলে ফিরে তার সঙ্গে কথা বলব। ফিজিও কী বলছে সেটাও জানতে হবে।
এখন পিঠের চোট নিয়ে কার্তিক আগামী ২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন কিনা সেটা স্পষ্ট নয়। যদিও এতে ভারতের সমস্যা হবে না। কারণ দলে আছেন ঋষভ পন্থ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তাকে একাদশে দেখা যায়নি। তবে নেটে নিয়মিত বিধ্বংসী মেজাজে ব্যাট করে যাচ্ছেন।
তার মানে, পন্থকে নিয়ে ভারতীয় দলের পরিকল্পনা আছে। অন্যদিকে সুযোগ পেয়েও নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন কার্তিক। তাই তাকে বসিয়ে দেওয়া হতে পারে। কপিল দেব, সেহওয়াগ বলে আসছিলেন ঋষভকে সুযোগ দিতে। এবার কার্তিকের চোটে সেই ভাগ্য খুলে যেতে পারে তার।