TRENDING:

Christian Eriksen Denmark : মাঠেই মরে যেতেন হয়তো! ফের ডেনমার্কের জার্সিতে ফিরছেন মৃত্যুঞ্জয়ী এরিকসেন

Last Updated:

Christian Eriksen back in the Denmark national team after cardiac arrest in Euro 2020। মৃত্যুকে হারিয়ে ডেনমার্কের জাতীয় দলে প্রত্যাবর্তন এরিকসেনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোপেনহেগেন: হৃদরোগে আক্রান্ত হয়ে থমকে যাওয়া ক্যারিয়ারের পুনর্জন্ম ঘটালেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ডেনমার্ক। গত বছর ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই জ্ঞান হারান ক্রিশ্চিয়ান এরিকসেন।
মৃত্যুকে হারিয়ে ডেনমার্কের জাতীয় দলে প্রত্যাবর্তন এরিকসেনের
মৃত্যুকে হারিয়ে ডেনমার্কের জাতীয় দলে প্রত্যাবর্তন এরিকসেনের
advertisement

আরও পড়ুন - ATKMB, Juan Ferrando : প্রচন্ড হতাশ হলেও মোহনবাগান সমর্থকদের জন্য এএফসি কাপে ভাল কিছু করতে চান কোচ হুয়ান

ফুটবল প্রেমীদের মন থেকে সেই দৃশ্য মুছে যায়নি। কয়েক মিনিট লড়াই চলে জীবন এবং মৃত্যুর মাঝে। কিন্তু শেষ পর্যন্ত জীবন ফিরে পান এই তারকা ফুটবলার। মাঠের মধ্যে তার সতীর্থ এবং স্ত্রীর কান্না মুছে যায়নি ফুটবলপ্রেমীদের মন থেকে। পরবর্তীতে তার শরীরে কার্ডিওভার্টার ডেফিব্রিলেটন বসানো হয়। যন্ত্রটি হৃদরোগীদের হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে কাজ করে।

advertisement

কিন্তু শারীরিক পরিস্থিতি মাথায় রেখে এবং ক্লাবের গঠনতন্ত্র অনুসারে এরিকসেনকে না খেলানোর কথা জানায় ইন্টার মিলান। ফলে ফ্রি এজেন্ট হিসাবে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দেন এরিকসন। ক্লাবের হয়ে এরইমধ্যে দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। এবার ফিরলেন ডেনমার্কের জাতীয় দলের স্কোয়াডে প্রত্যাবর্তন করে হুমকির মুখে পড়ে যাওয়া ক্যারিয়ারের যেন পুনর্জন্ম ঘটালেন টটেনহাম ও ইন্টার মিলানে খেলা এই ফুটবলার।

advertisement

ডেনমার্কের জাতীয় দলের কোচ ক্যাসপার হুমল্যান্ড জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন এরিকসনের সঙ্গে। প্রিমিয়ার লিগে তার শেষ দুটো খেলা গোটা দেখেছেন। ফিটনেস এবং বুদ্ধির দিক থেকে আগের মতোই চনমনে মনে হয়েছে তার। এরিকসনের ব্যক্তিগত ডাক্তারও এখন সেভাবে ঝুঁকি দেখতে পাচ্ছেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাই তার মত জাত ফুটবলারকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই বছরের শেষে কাতার বিশ্বকাপেও ডেনমার্কের জার্সিতে দেখা যাবে এরিকসনকে। ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে যেতে তার ফিরে আসার কাহিনী সত্যি প্রেরনা দেবে কোটি কোটি মানুষকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Christian Eriksen Denmark : মাঠেই মরে যেতেন হয়তো! ফের ডেনমার্কের জার্সিতে ফিরছেন মৃত্যুঞ্জয়ী এরিকসেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল