চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল অজি ওপেনারের চোট গুরুতর। তবে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। যার থেকে প্রমাণিত হয়ে যায় ওয়ার্নারের চোট গুরুতর নয়। ফলে আইপিএলে সম্পূর্ণ ফিট ওয়ার্নারকেই পাওয়া যাবে। তাই দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে ওয়ার্নারের হাতেই। পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস কর্তা।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে
প্রসঙ্গত,একাধিক আইপিএল অধিনায়কত্ব করার অভিজ্ঞতার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ টিমকে একবার চ্যাম্পিয়নও করেছিলেন ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ কারও হাতেই নেতৃত্ব দিতে চাইছিল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ইতিহাসে অন্যতম ব্যাটারও তিনি। আইপিএল কেরিয়ারে ১৬২ ম্যাচ খেলে ৫৮৮১ রান করেছেন ওয়ার্নার। ৪২ গড়ে ৪টি শতরান ও ৫৫টি অর্ধশতরানও রয়েছে ওয়ার্নারের। সর্বোচ্চ স্কোর ১২৬।