TRENDING:

IPL 2023: চিন্তা মুক্ত হল সৌরভ-পন্টিংরা, নতুন অধিনায়ক পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস

Last Updated:

IPL 2023: চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল অজি ওপেনারের চোট গুরুতর। তবে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: আইপিএল ২০২৩ শুরু হতে বাকি আর মাস খানের কিছু বেশি সময়। কিন্তু নতুন মরসুম শুরুর আগে কে হবে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ত তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংরা। কারণ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। কবে মাঠে ফিরতে পারবেন তিনি তা এখনও নিশ্চিৎ নয়। সেই জায়গায় ডেভিড ওয়ার্নার ভাবা হয়েছিল পরবর্তী অধিনায়ক হিসেবে। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারও চোট পাওয়ার দুশ্চিন্তা আরোও বেড়েছিল।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস
advertisement

চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল অজি ওপেনারের চোট গুরুতর। তবে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। যার থেকে প্রমাণিত হয়ে যায় ওয়ার্নারের চোট গুরুতর নয়। ফলে আইপিএলে সম্পূর্ণ ফিট ওয়ার্নারকেই পাওয়া যাবে। তাই দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে ওয়ার্নারের হাতেই। পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস কর্তা।

advertisement

আরও পড়ুনঃ Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত,একাধিক আইপিএল অধিনায়কত্ব করার অভিজ্ঞতার পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ টিমকে একবার চ্যাম্পিয়নও করেছিলেন ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ কারও হাতেই নেতৃত্ব দিতে চাইছিল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ইতিহাসে অন্যতম ব্যাটারও তিনি। আইপিএল কেরিয়ারে ১৬২ ম্যাচ খেলে ৫৮৮১ রান করেছেন ওয়ার্নার। ৪২ গড়ে ৪টি শতরান ও ৫৫টি অর্ধশতরানও রয়েছে ওয়ার্নারের। সর্বোচ্চ স্কোর ১২৬।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: চিন্তা মুক্ত হল সৌরভ-পন্টিংরা, নতুন অধিনায়ক পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল