আইপিএলে এবার দলের সংখ্যা বাড়তে চলেছে ৷ আটটির বদলে ১০টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে ৷ এই খবর অনেক আগেই পাওয়া গিয়েছিল ৷ এখন প্রশ্ন হল, কোন দুটি নতুন দল আসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে রয়েছে ৷ এরই মধ্যে সূত্রের খবর, আইপিএলে নতুন দল কিনতে পারেন দীপিকা-রণবীর জুটি ৷
advertisement
২০ জন ক্রেতার মধ্যে অন্যতম নাম হতে পারে রণবীর ও দীপিকা। এই তারকা জুটি কয়েকটি সংস্থার মধ্যে অন্যতম যারা নতুন আইপিএল দলের জন্য বিড করতে পারেন। শোনা যাচ্ছে, দীপিকা এবং রণবীর অন্য কোনও সংস্থার সঙ্গে মিলে আইপিএলের দল কেনার জন্য দরপত্র জমা দিতে পারেন।
এদিকে আইপিএলের নতুন দুটি দল কোন কোন শহর থেকে হবে, তা নিয়েও চলছে জোর জল্পনা ৷ আহমেদাবাদ এবং লখনউ এ ব্যাপারে বাকিদের থেকে এখন এগিয়ে রয়েছে ৷ তবে লড়াইয়ে রয়েছে অন্যান্য বেশ কয়েকটি শহর বলেও জানা গিয়েছে ৷
দুটি নতুন দল কেনার জন্য বিডিং প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। বিডে সর্বোচ্চ দুই দরদাতা নতুন দলের মালিকানা পাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই নতুন দলের মালিক হওয়ার জন্য দরপত্র চেয়েছে। দরপত্রের দাম রাখা হয়েছিল কর ছাড়া ১ কোটি ১০ লক্ষ টাকা। আগ্রহীদের প্রথমে ৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়। জানা গিয়েছে, ২০টি দরপত্র জমা পড়েছে। তাতে দীপিকা-রণবীরের দরপত্রও রয়েছে।