আইপিএল ২০২১-এ একটি ম্যাচ চলাকালীন দীর্ঘদিনের প্রেমিকাকে মাঠেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক। বান্ধবীর হাতে পরিয়ে দিয়েছিলেন আংটি। ৭ জুন বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ে করেছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দীপক চাহার। তাঁর স্ত্রী সৌন্দর্যে বলিউডের নায়িকাদের টেক্কা দিতে পারেন।গত বছর আইপিএল ম্যাচ চলাকালীন জয়াকে মাঠেই প্রোপোজ করেছিলেন দীপক। এখন তিনি ভারতীয় দলেও ডাক পেয়েছেন। আর সম্প্রতি জয়াকে বিয়ে করেছেন তিনি।জয়া ভরদ্বাজের ভাই সিদ্ধার্থ ভরদ্বাজ অভিনেতা। তিনি বিগবস, স্প্লিটসভিলার মতো শো-তে অংশ নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন - IND vs SA: রাজকোটের ম্যাচের পরেই দেদার হাউস পার্টির মজা! ছবি সামনে আসতেই ভাইরাল
দীপক চাহার এই বিয়েতেই প্রচণ্ড চাপে ছিলেন, আর সেই ভিডিও সামনে আসার পরেই ভাইরাল ভিডিও হয়েছে৷ দেখে নিন নব দম্পতির ভাইরাল ভিডিও৷
আর কিছুই নয় অপূর্ব সুন্দরী নববধূর সঙ্গে বলিউড গানে পারফরম্যান্সের জন্য তিনি ভীষণই নার্ভাস ছিলেন৷
আরও পড়ুন - Tea Lover: দিনে ৫০ থেকে ৬০ লিটার চা রোজই বিক্রি হয়ে যায়, এই ঠেকের চা একেব্বারে হিট
জয়া অবশ্য লাইমলাইট থেকে দূরে থাকেন। তিনি দিল্লিতে একটি কর্পোরেট ফার্মে চাকরি করেন। আগ্রায় সাত পাকে বাঁধা পড়েছেন দীপক ও জয়া। দীর্ঘদিন ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন।
এবারের আসরে ১৪ কোটি টাকায় দীপককে আবারও দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান দীপক। ফলে এবারের আইপিএলে তাঁকে খেলতে দেখা যায়নি। আগামী ২৯ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। তার তিন দিন পরেই বিয়ে করছেন দীপক। আইপিএল শেষেই ভারতীয় দল ব্যস্ত হয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ নিয়ে।