TRENDING:

বিয়ের আগে অসম্ভব আতঙ্কে দীপক চাহার, নতুন বউয়ের সঙ্গে ভিডিও সামনে আসতেই ভাইরাল

Last Updated:

বিয়ের পর না পারলে কি হবে, নতুন বউয়ের কাছে সম্মানের কথা বলে কথা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএল থেকে নাম করা দীপক চাহার বিয়ে নিয়েও শিরোনামে এসেছেন৷ বিয়ের প্রপোজা দেওয়া থেকে বিয়ে সবতেই বেশ ভালই রঙে ভরা ছিল সদ্য বিবাহিত দম্পতির সারপ্রাইজ লিস্ট৷ তবে একটা স্বীকারোক্তি ফের একবার দীপককে অবশ্যম্ভাবী হেডলাইন এনে দিয়েছে৷ বহু চেনা, বহু জানা বান্ধবীকে বিয়ের দিনেও প্রচণ্ড ভয়ে ছিলেন দীপক৷ তাঁর সাফ কথা ম্যাচে বল করার থেকেও চাপে ছিলেন বিয়ের পরের পারফরম্যান্স নিয়ে৷
Deepak Chahar shares secrets fear from his marriage ceremony
Deepak Chahar shares secrets fear from his marriage ceremony
advertisement

আইপিএল ২০২১-এ একটি ম্যাচ চলাকালীন দীর্ঘদিনের প্রেমিকাকে মাঠেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক। বান্ধবীর হাতে পরিয়ে দিয়েছিলেন আংটি। ৭ জুন বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ে করেছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দীপক চাহার। তাঁর স্ত্রী সৌন্দর্যে বলিউডের নায়িকাদের টেক্কা দিতে পারেন।গত বছর আইপিএল ম্যাচ চলাকালীন জয়াকে মাঠেই প্রোপোজ করেছিলেন দীপক। এখন তিনি ভারতীয় দলেও ডাক পেয়েছেন। আর সম্প্রতি জয়াকে বিয়ে করেছেন তিনি।জয়া ভরদ্বাজের ভাই সিদ্ধার্থ ভরদ্বাজ অভিনেতা। তিনি বিগবস, স্প্লিটসভিলার মতো শো-তে অংশ নিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন - IND vs SA: রাজকোটের ম্যাচের পরেই দেদার হাউস পার্টির মজা! ছবি সামনে আসতেই ভাইরাল

দীপক চাহার এই বিয়েতেই প্রচণ্ড চাপে ছিলেন, আর সেই ভিডিও সামনে আসার পরেই ভাইরাল ভিডিও হয়েছে৷ দেখে নিন নব দম্পতির ভাইরাল ভিডিও৷

আর কিছুই নয় অপূর্ব সুন্দরী নববধূর সঙ্গে বলিউড গানে পারফরম্যান্সের জন্য তিনি ভীষণই নার্ভাস ছিলেন৷

আরও পড়ুন - Tea Lover: দিনে ৫০ থেকে ৬০ লিটার চা রোজই বিক্রি হয়ে যায়, এই ঠেকের চা একেব্বারে হিট

advertisement

জয়া অবশ্য লাইমলাইট থেকে দূরে থাকেন। তিনি দিল্লিতে একটি কর্পোরেট ফার্মে চাকরি করেন। আগ্রায় সাত পাকে বাঁধা পড়েছেন দীপক ও জয়া। দীর্ঘদিন ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবারের আসরে ১৪ কোটি টাকায় দীপককে আবারও দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান দীপক। ফলে এবারের আইপিএলে তাঁকে খেলতে দেখা যায়নি। আগামী ২৯ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। তার তিন দিন পরেই বিয়ে করছেন দীপক। আইপিএল শেষেই ভারতীয় দল ব্যস্ত হয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ নিয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিয়ের আগে অসম্ভব আতঙ্কে দীপক চাহার, নতুন বউয়ের সঙ্গে ভিডিও সামনে আসতেই ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল