ফাইনালেও নাদালকে সমর্থনকারী দর্শকদের একটা বড় অংশ তাকে নানারকম আওয়াজ করে বিদ্রুপ করতে থাকে। ফাইনাল ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগে, আবেগঘন গলায় তিনি নিজের থেকে কিছু বলতে চান বলে সাংবাদিকদের জানান। তার বক্তব্যে তিনি বলেন, আমি একটা বাচ্চা ছেলের গল্প বলব যে টেনিসে বড় কিছু করার স্বপ্ন দেখেছিল। ছয় বছর বয়সে আমি প্রথম রেকেট ধরেছিলাম। ১২ বছর বয়স থেকে রাশিয়া, ইউরোপে টুর্নামেন্ট খেলা শুরু করি।
advertisement
টিভিতে গ্র্যান্ড স্ল্যাম দেখতাম, তারকা খেলোয়াড়রা খেলছে, দর্শকরা তাদের সমর্থন করছে। এরপর জুনিয়ার স্তর থেকে একের পর এক টুর্নামেন্টে তার জয় ও তার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। এরপরই ফাইনাল ম্যাচে দর্শকদের আচরনের প্রসঙ্গ টেনে মেদভেদেভ বলেন, কিছু মুহূর্ত এমন এসেছে যখন এই শিশুটা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে। আজ তেমনই এক মুহূর্ত ছিল।
এখন থেকে আমি নিজের জন্য,আমার পরিবার, আমার শুভাকাঙ্খীদের জন্য খেলব, যারা আমার উপর বিশ্বাস দেখিয়েছেন। অবশ্যই রাশিয়ানদের জন্য খেলব কারণ সেখানেই আমি দর্শকদের সমর্থন পাই। আমি উইম্বলডন, রোল্যান্ড গ্যারস মিস করেও মস্কোর হার্ড কোর্টে খেলতে চাই। বাচ্চাটা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে। এই শিশু এবার নিজের জন্য খেলবে।
তার বক্তব্যের শেষে মেদভেদেভ সাংবাদিকদের জানিয়ে দেয় এই বিষয়ে সে কোনো প্রশ্ন গ্রহণ করবে না। তার বক্তব্যে মেলবোর্ন দর্শকদের কথা উল্লেখ না করলেও গত দুই সপ্তাহে গ্যালারি থেকে যে আচরন তার প্রতি করা হয়েছে তাতে সে হতাশ বলে মেদভেদেভ ইঙ্গিত দিয়েছেন।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে প্রথম দুই সেটে এগিয়ে গেলেও অভিজ্ঞ নাদাল দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়ে ৫ সেটে ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন। প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে জয় করে নেন কেরিয়ারের ২১ তম গ্র্যান্ড স্ল্যাম।