বুধবার ট্যুইট করে স্টেইন বলেন, ‘‘নো বলের জন্য টেস্টেও ফ্রি হিট শুরু করা নিয়ে আপনারা কী বলেন? এতে টেল এন্ডার ব্যাটসম্যানরা বেশি বল খেলতে পারবেন। কখনও ৭-৮ এমনকী, ৯ বলেরও ওভার হয়। ভালো বোলার হলে নিচের দিকের ব্যাটসম্যানদের ৬টা বল খেলতেও সমস্যা হয়। কিন্তু ফ্রি হিট হলে সেটা হবে না।’’
ক্রিকেটে নো বল করা এমনিতেই বোলারদের জন্য একটা ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হয় ৷ আর তাই নো বল করার ‘শাস্তি’ হিসেবে টেস্ট ক্রিকেটেও এখন ফ্রি হিট চালু করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন ডেল স্টেইন ৷ ফ্রি হিট থাকলে বোলাররাও অনেক বেশি সতর্ক হবেন বলে মনে করছেন তিনি ৷
ওয়ান ডে বা টি টোয়েন্টিতে নো বল করা মানেই একটা ফ্রি হিট পাওয়া যায় ৷ সেই ফ্রি হিটে ব্যাটসম্যান বড় শট কোনও কিছু চিন্তা না করেই মারতে পারেন ৷ কারণ আউট হওয়ার ভয় তাতে থাকে না ৷ চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে প্রচুর নো বল হতে দেখা যাচ্ছে ৷ কিন্তু টেস্টে ফ্রি হিট না থাকায়, বোলাররা হয়তো অতটা চিন্তায় থাকেন না ৷ এই নিয়ম চালু হলে বোলাররা বল করার সময় আরও বেশি সতর্ক থাকবেন বলে মনে করছেন স্টেইন ৷