TRENDING:

Commonwealth Games 2022: বৌদি জিতলেন সোনা, দেওরের ভাগ্যে এল রুপো, ক্রিকেট থেকে অ্যাথলেটিক্সে ধামাল

Last Updated:

অস্ট্রেলিয়ার মহিলা দল ক্রিকেটে সোনা জিততে সফল হন৷ ভারতীয় মহিলা দলকে হারিয়ে সোনা জিতেল৷ ভারতীয় মহিলা দল প্রথমবারের এই কমনওয়েলথ গেমসে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল৷ দারুণ খেলার পরেও ভারতীয় ক্রিকেট দলের সোনা অধরাই থেকে গেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে  (Commonwealth Games 2022)  আজ শেষ দিন৷ সমস্ত ক্রীড়াবিদরা নিজেদের নামের পাশে মেডেল জিতে দেশের টোটাল মেডেলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে৷ এবারের গেমসে মহিলা ক্রিকেট প্রথমবারের জন্য তালিকাভুক্ত হয়েছে৷ আর বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমবারের জন্য আয়োজিত কমনওয়েলথ গেমসে সোনা জিতে অভিযান শুরু করল৷ ফাইনালে ক্যাঙারু দল ভারতকে হারায়৷ টিমে এলিসা হিলি  (Alyssa Healy) শামিল ছিলেন৷ অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্কের স্ত্রী৷ স্টার্কের ছোট ভাই ব্র্যান্ডন ক্লার্কও কমনওয়েলথ গেমসে খেলতে নামেন৷ তিনিও রুপো পান৷
Commonwealth Games 2022
Commonwealth Games 2022
advertisement

ব্রেন্ডন স্টার্ক অ্যাথলেটিক্সের হাই জাম্প ইভেন্টে নেমেছিলেন৷  ২৮ বছরের ব্র্যান্ডন বার্মিংহ্যামে হাইজাম্পে  রুপো পান৷ ব্র্যান্ডন ২.২৫ মিটার জাম্প করে রুপোর মেডেল জেতে৷  সেখানে ভারতের তেজস্বিন শঙ্কর ২.২২ মিটার জাম্প করে ব্রোঞ্জ মেডেল জেতেন৷ এর আগে ২০১৮ গোল্ড কোস্ট গেমসে সোনা জেতেন৷  ব্র্যান্ডন আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে ২০১০ ইয়ুথ অলিম্পিক্সে ছিলেন৷ সেখানে তিনি রুপো জিতেছিলেন৷

advertisement

আরও পড়ুন- West Bengal Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে, জানুন আজকের ওয়েদার আপডেট

অস্ট্রেলিয়ার মহিলা দল ক্রিকেটে সোনা জিততে সফল হন৷ ভারতীয় মহিলা দলকে হারিয়ে সোনা জিতেল৷ ভারতীয় মহিলা দল প্রথমবারের এই কমনওয়েলথ গেমসে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল৷ দারুণ খেলার পরেও ভারতীয় ক্রিকেট দলের সোনা অধরাই থেকে গেল৷

advertisement

আরও পড়ুন - Surya Gochar: সূর্যের গোচরে ১৫ দিনে ভোলবদল, তিন রাশির জাতক-জাতিকার কপাল খুলবে

এদিকে অস্ট্রেলিয়া সোনা জিতলেও এলিসা হিলি অবশ্য সেভাবে দারুণ কিছু করতে পারেননি৷ তিনি প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও রানই করতে পারেননি৷ গ্রুপ রাউন্ডের শেষ দুটি ম্যাচে তিনি বারবাডোস ও পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ও ৪ রান করেন৷  সেমিফাইনালে একবার তাঁর ব্যাট শান্ত ছিল৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪ রান করে আউট হন৷ ফাইনালে তিনি ৭ রান করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এলিসা হিলির রেকর্ড টি টোয়েন্টিতে দারুণ ছিলেন৷  ১৩২ ম্যাচে ২৩ গড়ে তিনি ২২০৭ রান করেন৷ একটি শতরান এবং ১২ টি অর্ধশতরান করেন৷ তিনি অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলেন৷ কমনওয়েলথ গেমসে প্রথমে ২০২০ তে টি ২০ ওয়ার্ল্ড কাপ ফাইনালেও অস্ট্রেলিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারিয়েছিল৷

বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: বৌদি জিতলেন সোনা, দেওরের ভাগ্যে এল রুপো, ক্রিকেট থেকে অ্যাথলেটিক্সে ধামাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল