টি টোয়েন্টি ক্রিকেটে মালিঙ্গা, রশিদ খানের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন আইরিশ পেসার। টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কার্টিস। এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার ব্রেট লি। এ দিন নেদারল্যান্ডস ইনিংসের দশম ওভারে এই নজির গড়েন কার্টিস (Curtis Campher)।
advertisement
আরও পড়ুন: ভুল থেকে শিক্ষা নিয়েই ওমানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ বলছেন অধিনায়ক
পর পর চার বলে নেদারল্যান্ডসের কলিন আকারম্যান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস এবং ভ্যান ডার মারউইকে ফিরিয়ে দেন ক্যাম্পার৷ এ দিন আবু ধাবিতে এই কীর্তি গড়েন তিনি৷
এ দিন অবশ্য দিনের শুরুটা ভাল হয়নি ক্যাম্পারের৷ নেদারল্যান্ডস ইনিংসের সপ্তম ওভারে তাঁকে আক্রমণে আনা হয়৷ প্রথম ওভারে দু'টি বাউন্ডারি দিয়ে বসেন ক্যাম্পার৷ পরে সংবাদমাধ্যমে তিনি জানান, খারাপ বোলিংয়ের জন্য অধিনায়ক অ্যান্ডি বালবির্নির কাছে ক্ষমা চেয়ে নিয়ে প্রান্ত বদল করে ফের আক্রমণে আসেন তিনি৷ আর তার পরেই অবিশ্বাস্য ওভার উপহার দেন আইরিশ পেসার৷
ম্যাচের শেষ ক্যাম্পার জানান, 'সত্যি কথা বলতে লসিথ মালিঙ্গা এবং রশিদ খানের কীর্তি স্পর্শ করার কথা ভাবিনি৷ আমি শুধু জানতাম আমাকে নিজের দক্ষতা অনুযায়ী বোলিং করতে হবে৷ স্টাম্পে বল রেখে আক্রমণের চেষ্টা করেছি৷ তাতেই সাফল্য এসেছে৷'
ক্যাম্পারের দাপটেই এ দিন ২০ ওভারে মাত্র ১০৬ রান তোলে নেদারল্যান্ডস৷ মাত্র ১৫ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা৷ ক্যাম্পার জানিয়েছেন, দলের জয়েই তিনি সবথেকে বেশি তৃপ্ত৷