TRENDING:

`ব্রাজিলের থেকে আর্জেন্টিনার মারকুটে ফুটবলার বেশি' ! মেসিদের বিরুদ্ধে ফর্মুলা বদলাচ্ছে ক্রোয়েশিয়া

Last Updated:

Croatia coach Zlatko Dalic says applying Brazil formula against Argentina will not work in semi final. ব্রাজিল আর আর্জেন্টিনাকে আটকানো সমান নয়! বলছেন ক্রোয়েশিয়ার কোচ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: ৪৮ ঘণ্টা আগে নেইমার, তিতে, এন্টনি, রাফিনহারা চোখের জল ফেলেছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলার পর ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, কে ভাবতে পেরেছিল? ভক্ত থেকে ফুটবল পন্ডিত, সবাই ফেভারিট ধরেছিলেন ব্রাজিলকে। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব হিসেব গোলমাল করে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া।
ব্রাজিল আর আর্জেন্টিনাকে আটকানো সমান নয়! বলছেন ক্রোয়েশিয়ার কোচ
ব্রাজিল আর আর্জেন্টিনাকে আটকানো সমান নয়! বলছেন ক্রোয়েশিয়ার কোচ
advertisement

দালিচের ছেলেরা বুঝিয়ে দিয়েছে ক্রোয়েশিয়াকে নিয়ে আগাম ভবিষ্যৎ বাণী চলে না। নিজেদের শক্তি এবং পরিকল্পনা অনুযায়ী তারা যে কোনও দলকে কাঁদিয়ে ছাড়তে পারে। কিন্তু সেমিফাইনালে এবার সামনে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ম্যানেজার দালিচ বলে দিয়েছেন, ব্রাজিলের বিরুদ্ধে যে ফর্মুলায় জয় এসেছিল, সেটা কাজে লাগবে না আর্জেন্টিনার বিপক্ষে।

আরও পড়ুন - `রোনাল্ডো ফুটবলের আইকন, আমার হিরো'! বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট

advertisement

দুটো দলের খেলার মধ্যে পার্থক্য অনেক। সম্পূর্ণ ব্যাখ্যা না করলেও দালিচ মনে করেন শারীরিক ফুটবল খেলার ব্যাপারে ব্রাজিলের থেকে এগিয়ে আর্জেন্টিনা। দলটার মারকুটে ফুটবলার বেশি। স্কিল এবং শক্তির ককটেল আছে মেসিদের দলে। তাই শুধু বড় শরীর দিয়ে আর্জেন্টিনাকে আটকানো যাবে না। জোনাল মার্কিং দিয়ে খেলতে হবে তাদের।

অতীতের তুলনায় এই আর্জেন্টিনা দলে মেসিকে রিটার্ন বল দেওয়ার খেলোয়াড় বেশি। ডে পল এবং লিওনার্দো পারেদেস মাঠের মাঝখানে গা জোয়ারি ফুটবল খেলে। ডিফেন্সে নিকোলাস ওটামেনডি চোরাগুপ্তা ফাউল করার ওস্তাদ। ব্রাজিল আক্রমনাত্মক ফুটবল খেলায় বিশ্বাসী। পালটা মার তাদের ধাতে নেই।

advertisement

দলিচ মনে করেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা নিজেদের মধ্যে মাঠে যত বেশি দূরত্ব কম রাখতে পারবে তত চাপে ফেলতে পারবে আর্জেন্টিনাকে। মেসি এখনও তাদের প্রধান ফুটবলার তাদের প্রধান ফুটবলার। কিন্তু পাশাপাশি আলভারেজ, লোতারও মার্টিনেজ প্রচন্ড বুদ্ধিদীপ্ত ফুটবল খেলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

লুকা মদ্রিচ, পেরিসিচ, কোভাসিচ ক্রোয়েশিয়ার বাকি ছেলেদের নিয়ে তিনি আর্জেন্টিনার ভিডিও এনালাইসিস করবেন জানিয়েছেন ডালিচ। তারপর মাঠে সেটা ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ থাকবে গতবারের রানার্স আপ দলের। চার বছর আগে কাতার বিশ্বকাপে এই আর্জেন্টিনার বিরুদ্ধে তিন গোলে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। সেই আর্জেন্টিনার থেকে এই দলটা অনেক বেশি তৈরি জানিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার হেড স্যার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
`ব্রাজিলের থেকে আর্জেন্টিনার মারকুটে ফুটবলার বেশি' ! মেসিদের বিরুদ্ধে ফর্মুলা বদলাচ্ছে ক্রোয়েশিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল