`রোনাল্ডো ফুটবলের আইকন, আমার হিরো'! বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট

Last Updated:

Virat Kohli gets emotional and terms Cristiano Ronaldo as the greatest of all time. রোনাল্ডোর জন্য আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট! 'ঈশ্বরের উপহার বলে সম্বোধন কিং কোহলির

রোনাল্ডোকে সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা বললেন কোহলি
রোনাল্ডোকে সর্বকালের সেরা এবং ফুটবলের রাজা বললেন কোহলি
#দোহা: বিরাট কোহলির প্রথম পছন্দের ফুটবলার যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একথা তিনি বহু আগে বলেছেন। দুজনে কাছাকাছি না এলেও একই সংস্থার একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাদের। তবে শুধু বিজ্ঞাপন করেছেন বলেই রোনাল্ডোর ভক্ত নন বিরাট কোহলি। ফুটবলটা মন দিয়ে দেখেন ভারতীয় ক্রিকেটের আইকন তারকা।
মেসি এবং নেইমারকে পছন্দ করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিরাট কোহলির এক নম্বর তারকা ফুটবলার। রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জল ফেলেছেন কোটি কোটি সমর্থক। তাদের মধ্যে বিরাট কোহলিও একজন। ভারতের তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছেড়েছেন।
advertisement
advertisement
বিরাট কোহলি লিখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ থেকে বিদায় আমি মর্মাহত। ট্রফি এবং সাফল্য দিয়ে রোনাল্ডোকে মাপতে যাওয়া ঠিক হবে না। ফুটবল খেলার জন্য তার অবদান এবং সারা পৃথিবীর মানুষের মনে তার জায়গা করা কিছু দিয়ে বোঝার যন্ত্র নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঈশ্বরের উপহার। আধুনিক ফুটবলের আইকন। আমার হিরো।
রোনাল্ডো ক্লাব অথবা দেশের হয়ে যখনই মাঠে নেমেছে নিজের সবকিছু দিয়েছে। জীবনের শেষ দিকেও মনে হয়নি কোনও ম্যাচ হালকা করে নিয়েছে। এটাই রোনাল্ডো ম্যাজিক। ফুটবলার হিসেবে যেমন দক্ষ, তেমনই পরিশ্রম, মনের জোর এবং লড়াই করার মানসিকতায় আমার মত ক্রীড়া ব্যক্তিত্বদের কাছে রোনাল্ডোর অনুভূতি মৃত্যু পর্যন্ত থেকে যাবে।
advertisement
তুমি আমার কাছে ফুটবলের সর্বকালের সেরা। এরপর একটি মুকুট এবং গোটের ইমোজি দিয়েছেন কোহলি। এর আগেও বিরাট কোহলি বহুবার জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সোশ্যাল মিডিয়া সব সময় লক্ষ রাখেন তিনি। তার জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করেন। এমনকি বিরাট কোহলিকে এক সময় ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো।
বাংলা খবর/ খবর/খেলা/
`রোনাল্ডো ফুটবলের আইকন, আমার হিরো'! বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement