সেই চাপই হয়তো ভেতরে-ভেতরে তাতিয়ে দিয়েছিল রোনালদোকে, যার পুরো ঝড় গেল আল ফাতেহর ওপর। আল নাসরের কাছে ৫-০ গোলে উড়ে গেছে তারা। আল নাসরের এই জয়ে হ্যাটট্রিক করেছেন রোনালদো। এটি রোনালদোর ক্যারিয়ারে ৬৩তম এবং চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে ম্যাচে শেষে অবশ্য কৃতিত্বটা পুরো দলকেই দিয়েছেন রোনালদো।
advertisement
পাশাপাশি অসাধারণ ফুটবল খেলেছেন সাদিও মানে, ওটাভিওরা। রোনালদোর হাত ধরেই মূলত জেগে উঠেছে সৌদি ফুটবল। বিশ্বের সেরা তারকাদের অনেকেই তাঁর পথ–পদছাপ অনুসরণ করে এখন সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন, যা লিগটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদো বলেছেন, সৌদি আরবে আমার আনন্দের কোনো সীমা নেই।
আমার দৃঢ় বিশ্বাস, সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এই অনুভূতি আমি গত বছরই ব্যক্ত করেছিলাম। অসাধারণ সব প্রতিভা এই লিগের প্রতি আকৃষ্ট হচ্ছে, এর সাক্ষী হওয়া দারুণ ব্যাপার! রোনাল্ডো বলেছেন তিনি আশাবাদী তার এই হ্যাটট্রিক এবং দলের জয় আল নাসরকে আরও শক্তিশালী করে তুলবে।