TRENDING:

ক্যাচ লুফতে গিয়ে মৃত্যু ক্রিকেটারের

Last Updated:

ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা লেগেই রয়েছে ৷ এবার আর বাউন্সারের আঘাতে নয় ৷ মৃত্যু হল ক্যাচ লুফতে গিয়ে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর:   ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা লেগেই রয়েছে ৷  এবার আর বাউন্সারের আঘাতে নয় ৷ মৃত্যু হল ক্যাচ লুফতে গিয়ে ! সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হল ২৬ বছরের ভানু যোশীর ৷
advertisement

রাজস্থানের চান্দেরিয়া গ্রামের ছেলে ভানু। চান্দেরিয়া ও চিতোরগড় গ্রামের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছিল । আর সেই ম্যাচেই সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে শুয়ে পড়েন ভানু। মাঠেই রক্ত ঝরতে শুরু করে ভানুর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারান তিনি।

তবে অন্য একটি রিপোর্ট বলছে, যে মাঠে খেলা চলছিল, সেই মাঠে পাথর ছিল। সেই পাথরেই ভানুর মাথা ঠুকে যায় ৷ তাতেই প্রাণ হারান তিনি ৷ দু’ মাস আগে বিয়ে হয়েছিল তাঁর। বেসরকারি একটি সংস্থায় কাজ করতেন তিনি। মাসিক পাঁচ হাজার টাকা বেতন পেতেন ভানু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

ক্রিকেট মাঠে এভাবে মৃত্যুর ঘটনা লেগেই রয়েছে ৷ যা সত্যি চিন্তার বিষয় ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ক্যাচ লুফতে গিয়ে মৃত্যু ক্রিকেটারের