মাঠে থাকা আম্পায়ররা সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়রের দ্বারস্থ হন ৷ স্ক্রিনে রিপ্লে দেখে চেজ আউটের জন্য আবেদন করেছিলেন ৷ ২১ রানে জাডেজাকে আউট হতে হয় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে ৷ আর সিদ্ধান্তেই বেজায় চটে যান বিরাট কোহলি ৷ রেগে মেগে মাঠের সাইডলাইন থেকে ভিতরে চলে যান তিনি ৷
এদিকে ওয়েস্টইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৷ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে ভারত ৷ দলের হয়ে দুই তরুণ ব্যাট শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ ৭০ ও ৭১ রান করেন ৷
এদিন কেএল রাহুল , বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন এই দুই তরুণ ৷ ৮৮ বলে ৭০ করেন শ্রেয়স ও ৬৯ বলে ৭১ রান করেন পন্থ ৷ বেশ কিছু ধরেই পন্থের ফর্ম স্ক্যানারের নিচে ৷ ফলে এই ইনিংস নিঃসন্দেহে তাঁর মনোবল অনেকটা বাড়াবে ৷ এছাড়াও মিডল অর্ডারে নেমে ৩৫ বলে ৪০ রানের ধামাকা ইনিংস খেলেন কেদার যাদব৷ মূলত এঁদের ব্যাটে ভর দিয়েই ২৮৭ রান করে ভারত ৷ কারণ এদিন রোহিত ৩৬ করলেনও রাহুল ৬ ও কোহলি ৪ রান করেন ৷
আরও দেখুন