#Viral: হাতে শাঁখা-পলা, পরণে সাধাসিধে ঘরোয়া পোশাক, স্বামীর জন্মদিনে স্ত্রী যা করলেন, ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া

Last Updated:

সেলিব্রিটিদের জাঁকজমকপূর্ণ জন্মদিনের ছবি তো হামেশাই দেখেন কিন্তু ইন্টারনেটে ঝড় তোলা এই দম্পতির জন্মদিন সেলিব্রেশন অন্য মাত্রা দেবে

#কলকাতা : জন্মদিন সব মানুষের কাছেই বিশেষ৷ কিন্তু কিছু বছর আগেও জন্মদিন পালন বিষয়টা আমজনতার মধ্যে খুব একটা পপুলার ছিল না ৷ ধরা হত জন্মদিন পালনটা একটু আপমার্কেট বিষয় ৷ সাধারণ বাঙালি বাড়িতে জন্মদিন বলতে বাড়িতে মায়ের হাতের পায়েস, আর বড়দের আশীর্বাদ ৷ তবে এখন ছবিটা অনেক বদলেছে ৷ এখন ঘরে ঘরে জন্মদিনের এলাহি আয়জন ৷ সেলিব্রিটিরাও নিজেদের এই বিশেষ দিনের সেলিব্রেশনের ছবি , ভিডিও ফ্যানদের সঙ্গে শেয়ার করেন ৷ সেইরকম ভাবে সাধারণ মানুষও এখন ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়ায় নিজেদের ব্যক্তিগত সেলিব্রেশনের মুহূর্তগুলি শেয়ার করে নেন ৷
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এরকমই একটা জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ৷ দু'জনের একেবারে ঘরোয়া মুহূর্ত হয়েছে ক্যামেরাবন্দি ৷ ভিডিওতে দেখা যাচ্ছে নিজের স্বামীকে সারপ্রাইজ দিচ্ছেন স্ত্রী ৷ নায়ক-নায়িকা সুলভ সাজসজ্জা পোশাকের বাহার নেই ৷ যা আছে সেটা হল আন্তরিকতা ৷ তাই জন্যেই এই ভিডিও দুই মানুষের সরল আন্তরিক ভালোবাসার ভিডিওতে আপন করে নিয়েছে ৷ ভিডিওটির ভিউ হয়েছে ৭৩ লক্ষ ৷ একেবারেই সত্যিই এই কথা ৷ শেয়ার হয়েছে ১২ হাজারের বেশি ৷ অথচ ভিডিওর শুরু থেকে সবটাই স্বাভাবিক ৷
advertisement
এই ভিডিও-র শিরোনামে আসার প্রধান কারণ এই সুপার ভাইরাল হওয়া ৷ ভিডিওতো এখনও ভাইরাল হয়, তবে এই ভিডিওতে কোনও সেলিব্রিটি না থেকেও ভীষণভাবে সুপার ভাইরাল ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: হাতে শাঁখা-পলা, পরণে সাধাসিধে ঘরোয়া পোশাক, স্বামীর জন্মদিনে স্ত্রী যা করলেন, ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement