TRENDING:

ICC T20 World Cup 2021: IPL 2021-র ‘এই’ ক্রিকেটারকে নিয়ে বিশাল চিন্তায় Virat Kohli

Last Updated:

IPL 2021 - মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli ) বিশাল চিন্তার কারণ হয়েছে ICC T20 World Cup 2021 -র আগে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: খেতাবরক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য আইপিএল ২০২১  (IPL 2021 ) -র দ্বিতীয় পর্ব খুব একটা সুখকর শুরু হয়নি৷ নিজেদের শুরুর দুটি ম্যাচই হারতে হয়েছে রোহিত শর্মার  দলকে৷ এই অবস্থায় মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli ) বিশাল চিন্তার কারণ হয়েছে৷ বিরাটের চিন্তা অবশ্য টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) নিয়ে৷ বিরাটের চিন্তার কারণের নাম হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৷
virat kohli is concerned about mi allrounder Hardik Pandya before icc t20 world cup 2021- Photo- AP
virat kohli is concerned about mi allrounder Hardik Pandya before icc t20 world cup 2021- Photo- AP
advertisement

পান্ডিয়া আইপিএল ২০২১ -র  (IPL 2021 ) শুরু হওয়ার আগেই ট্রেনিংয়ের সময় চোট পেয়েছেন, চোট কতটা জোরালো তা নিয়ে কোনও পরিষ্কার ধারণা নেই৷ এদিকে সংযুক্ত আরব আমিরশাহিতে জোরে বোলাররা সুবিধা পাচ্ছেন৷

আর হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য ভারতীয় দলের একমাত্র জোরে বোলার অলরাউন্ডারের বিকল্প৷ সেক্ষেত্রে তাঁর চোট গম্ভীর হলে তা ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) জন্য নিঃসন্দেহে চিন্তার৷

advertisement

আরও পড়ুন - Post office scheme: ১০ হাজার টাকা জমা করে পেয়ে ম্যাচিউরিটিতে পান ১৬ লক্ষ টাকা, পোস্টঅফিসের মালমাল স্কিম

মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড  হার্দিক পান্ডিয়া -র চোট নিয়ে বড় আপডেট জানিয়েছেন৷ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ভালোভাবে ট্রেনিং করছেন৷ নিজের দলের জন্য তিনি ভালো ব্যালান্স৷ তিনি শুধু এই টুর্নামেন্ট নয় টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ লক্ষ্য রেখেই তৈরি হচ্ছেন৷ হার্দিককে দ্রুত মাঠে ফেরানোর জন্য কোনও তাড়াতাড়ি করবে না৷ কারণ এতে ফের একবার চোটগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে৷ সেক্ষেত্রে একবারে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে৷

advertisement

আরও পড়ুন - Horoscope Today: আজকের রাশিফল, ২৪ সেপ্টেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

হার্দিক পান্ডিয়া যে কোনও দলের অবিচ্ছিন্ন অংশ৷ তবে এবারের আইপিএলে  (IPL 2021 ) তিনি সেভাবে কিছু করতে পারেননি৷ পান্ডিয়া ২০২১ আইপিএলে প্রথমপর্বের ৭ টি ম্যাচে ফ্লপ ছিলেন৷ এবারে  দ্বিতীয়পর্বে দুটি ম্যাচে হেরে পয়েন্ট তালিকার ৬ নম্বরে নেমে এসেছে৷ তিনি প্রথম পর্বের ৭ টি ম্যাচে মাত্র ৫২ রান করেছেন৷ লিগের প্রথমপর্বে তিনি কোনও ম্যাচে বোলিং করেননি৷

advertisement

পিঠের চোটের কারণে দীর্ঘদিন বাদে  শ্রীলঙ্কা সফরে বোলিংয়ে করেন৷ কিন্তু তাতে ছাপ ফেলতে তিনি ব্যর্থ৷ তাঁর গতি খানিকটা কম দেখিয়েছিল এই সিরিজে৷ তিনি মাত্র ৩ টি উইকেট নিয়েছিলেন৷ ব্যাটে মাত্র ২৯ রান করেছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হার্দিক পান্ডিয়া ট্যালেন্টেড ও বড় ক্রিকেটার৷ ফিটনেস নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তাঁকে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021)  জন্য বাছাই করা হয়৷ যদি টুর্নামেন্টের আগে পুরো ফিট না হন তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষতি হবে পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলিরও ক্ষতি হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2021: IPL 2021-র ‘এই’ ক্রিকেটারকে নিয়ে বিশাল চিন্তায় Virat Kohli
Open in App
হোম
খবর
ফটো
লোকাল