অস্ট্রেলিয়া করোনা ভাইরাস অতিমারির জন্য ৬ মাসের জন্য নিজেদের সিল করে দিয়েছে ৷ অস্ট্রেলিয়া ও ভারতে পরপর দুটি বিশ্বকাপ হওয়ার কথা আছে ২০২০ তে আয়োজক অস্ট্রেলিয়া এবং ২০২১ আয়োজক ভারত ৷
করোনা ভাইরাসের দৌরাত্ম্যে সারা পৃথিবী কার্যত থমকে আছে ৷ এই পর্বে সবচেয়ে খারাপভাবে আক্রান্ত হয়েছে যে সেক্টরগুলি তার মধ্যে অন্যতম ক্রীড়াদুনিয়া ৷ পৃথিবীর সমস্ত দেশে খেলার ইভেন্টগুলি বন্ধ রয়েছে এমনকি অলিম্পিক্সের মতো মেগা ইভেন্টও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
বিসিসিআই জানিয়েছে পরের নির্দেশ না পাওয়া অবধি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই টুর্নামেন্ট ৷ গাভাসকর জানিয়েছেন, ‘৩০ সেপ্টেম্বর অবধি অস্ট্রেলিয়ায় বিদেশিদের ঢোকা নিষিদ্ধ রয়েছে ৷ টুর্নামেন্ট শুরু হচ্ছে অক্টোবরের মধ্যে থেকে তাই ওদের জন্য এটা আয়োজন করা শক্ত বলে মনে হচ্ছে ৷ ’
