TRENDING:

এবার ICC-তে ‘দাদাগিরি’, কুম্বলকে সরিয়ে সেখানে সৌরভ

Last Updated:

রিপোর্ট অনুযায়ি বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইসিসি-র (ICC) ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  রিপোর্ট অনুযায়ি বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইসিসি-র (ICC) ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন৷ এই পোস্টটি আগে ছিল সৌরভের সতীর্থ অনিল কুম্বলের (Anil Kumble) আওতায়৷ ২০১২ সালে আইসিসি-র এই বড় দায়িত্ব পেয়েছিলে কুম্বলে (Anil Kumble), এবার সেই দায়িত্বের ব্যাটন আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)   হাতে ৷ কুম্বলে ক্লাইভ লয়েডের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন৷ ২০১২-র পর ২০১৬ সালে তিনি দ্বিতীয়বারের জন্য এই  দায়িত্ব পেয়েছিলেন৷
Sourav set to replace Kumble as technical committee chairman of icc- Photo- AFP
Sourav set to replace Kumble as technical committee chairman of icc- Photo- AFP
advertisement

কুম্বলে (Anil Kumble) তৃতীয়বারও এই দায়িত্ব সামলেছিলেন ২০১৯ - এ পুর্ননির্বাচিত হয়ে৷ ৯ বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর এবার তিনি রাস্তা করে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)৷ রিপোর্ট অনুযায়ি সৌরভ অবজারভার থেকে প্রোমোশন পেয়ে একেবারে চেয়ারম্যান হতে চলেছেন৷ এই পদে থাকলে আইসিসি-তে (ICC) ক্রিকেটের নিয়ম -নীতি মেনে চলার বিষয়গুলি সৌরভকে দেখতে হবে৷

advertisement

আরও পড়ুন - Virat and Anushka: সবুজ বিকিনিতে উঁকি মারছে বউ অনুষ্কার ক্লিভেজ, স্বামী বিরাট দিলেন প্রতিক্রিয়া

আরও পড়ুন - West Bengal Weather Update: তৈরি ঘূর্ণাবর্ত, এক ঝটকায় ঠাণ্ডা, শীতের আমেজ জেলায়, জেলায়

এর পাশাপাশি বিসিসিআইয়ের জন্য আরও সুখবরও এসেছে৷ আরও একটি ডেভালপমেন্ট অনুযায়ি ক্রিকেটের সর্বোচ্চ পরিচলন কমিটি বিসিসিআইয়ের সঙ্গে কর দায়িত্ব ভাগ করে নিতে চলেছে৷ সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া-য়  প্রকাশিত খবর সূত্রে যা জানা গেছে৷

advertisement

ভারতীয় বোর্ড ১০ শতাংশ কর ছাড় পেতে চাইছে কেন্দ্রের থেকে৷  আইসিসি ভারত সরকারকে কর দেবে৷  ভারত শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে 2026 T20 World Cup ,  একা 2029 Champions Trophy, বাংলাদেশের সঙ্গে যুগ্মভাবে 2031 ODI World Cup আয়োজন করবে৷

বিসিসিআই জানিয়েছে, ‘‘ সমস্ত ক্রিকেট বোর্ড নিজেদের সরকারের থেকে কর ছাড় পায়৷ কিন্তু বিসিসিআই আশা করে না কেন্দ্র সরকার তাদের জন্য নিজেদের নিয়ম নীতিতে পরিবর্তন আনবে৷ তাই সব সদস্যরা মনে করেছে আইসিসি একটু ক্ষতির ধাক্কা সামলানো উচিত৷ বিসিসিআই সবচেয়ে বেশি রাজস্ব দেয়, যখনই ভারতে কোনও ইভেন্ট আয়োজন করা হয়৷ বিসিসিআই -আইসিসি-র থেকে রেভিনিউ পুলে কোনওরকম কাট চাইছে না৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনটি বড় ইভেন্ট থেকে বিসিসিআই আশা করছে অন্তত ১৫০০ কোটি টাকা পেতে পারে৷ ভারতের ইতিমধ্যেই করোনা কালে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্ষতির ধাক্কা পেয়েছে প্রায় ৭৫০ কোটির৷

বাংলা খবর/ খবর/খেলা/
এবার ICC-তে ‘দাদাগিরি’, কুম্বলকে সরিয়ে সেখানে সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল