নিজের পুরোন সতীর্থকে একহাত নিয়ে তিনি বলেছেন কিছু মানুষেরই ভাগ্য ভালো হয় ৷ দাদা যেটা লিখেছেন সেটা হল‘কিসি কিসি কা কিসমত আচ্ছা হ্যায়-ছুট্টি মানাতে রহো’ - এই কথার মানে কারোর কারোর কপাল ভালো হয় ৷ ছুটি কাটাতে থাকো ৷ মাস্টারব্লাস্টারের পোস্টে হিন্দিতে দাদার এই কমেন্ট এখন সুপারহিট ৷
advertisement
দাদার এই কথার আবার পাল্টা উত্তরও দিয়েছেন নিজের মন্তব্যে তিনি বলেছেন যে ‘ ১০ মিলিয়ন মার্কিন ডলার রোজগার হয়েছে বুশপায়ার ক্রিকেট ব্যাশ থেকে তাই ছুটি কাটানোটার মানে আছে ৷ এদিকে দাদার পাসাপাশি হরভজন সিংও এই পোস্টে সচিনের লেগপুল করেছেন ৷
আরও পড়ুন - #Viral: নয়া স্টাইলে কাটা হচ্ছে নারকেল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও সুপারহিট বিদ্যুতের গতিতে
৪৬ বছরের তেন্ডুলকর নিজের অবসর ভেঙে এই চ্যারিটি ম্যাচে খেলেন ৷ অস্ট্রেলিয়ান মহিলা অলরাউন্ড ক্রিকেটার বুশফায়ার ক্রিকেট ব্যাশ ম্যাচে বিরতির সময় বল করেন ৷ অস্ট্রেলিয়ার বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ চ্যারিটি ম্যাচ আয়োজন করা হয়েছিল ৷ প্রথমে বিদব্যাশের কার্টেনরেজার হিসেবে এই ম্যাচ আয়োজন করার কথা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে তা রবিবার সিডনি থেকে মেলবোর্নে সরিয়ে আনা হয় ৷ অস্ট্রেলিয়ায় বুশফায়ারের জন্য ৩৩ জনের মৃত্যু হয় ও হাজার হাজার মানুষ গৃহহীণ হয়েছিলেন ৷
রিকি পন্টিং একাদশ একা রানে জয় লাভ করেছিল গিলক্রিস্ট একাদশের বিরুদ্ধে ৷ ১০ ওভারে রান হয়েছিল ১০৫ ৷