তবে এবারের আইপিএল নিলামে ভিভিএস লক্ষ্মণের পাশে বসে থাকা সুন্দরীতে দৃষ্টি আটকাল সকলেরই ৷ টেবলে বসেছিলেন মুথাইয়া মুরলীধরণ, ট্রেভর মর্গ্যান, কোচ ট্রেভর বেলিস ৷ ক্যামেরায় বারবার ধরা পড়লেন এই রহস্যময়ী সুন্দরী ৷ হায়দরাবাদ সানরাইজার্স ৷
advertisement
এই রহস্যময়ী নারীর নাম কাব্যা মারন ৷ ১৯৯২ সালের ৬ অগাস্ট জন্মেছেন কাব্যা, তাঁর বয়স ২৭ বছর ৷ ইনি এর আগে নিয়মিত সানারাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকতেন ৷ সেই মেয়েই এবার গ্যালারি থেকে একেবারে নিলামের টেবলে ৷ সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কলানিধি মারন ৷ কাব্যা প্রকৃত ক্রিকেটপ্রেমী ৷ কাব্যা কলানিধি -র কন্যা ৷ এই মুহূর্তে তিনি সান মিউজিক, ও সান টিভি-র এফএম চ্যানেলগুলি দেখাশুনো করার দায়িত্বে রয়েছেন ৷
কাব্যা তামিলনাড়ুর চেন্নাইতে বড় হয়ে উঠেছেন তিনি, করেছেন এমবিএ ৷ ২০১৮ সালের উপলের রাজীব গান্ধী স্টেডিয়ামে কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচে প্রথম নজর কেড়েছিলেন তিনি ৷
আরও দেখুন