২০২২-এর এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত বিসিসিআই-কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াস জেনারেল অ্যাসেমব্লিতে এই ক্রিকেট অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্তে সিলমোহর পড়ে গেছে ৷২০১০ ও ২০১৪ তে এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও চাপের ক্রীড়াসূচি থাকায় ভারতীয় দল ক্রিকেটে অংশ নিতে পারেনি ৷ আর এশিয়ান গেমসে ভারত না খেললে ক্রিকেট নিঃসন্দেহেই ফ্যাকাশে হয়ে যায় তাই ২০১৮ তে বাদ পড়েছিল ক্রিকেট ৷ এবার তাই নিজেদের সিদ্ধান্তে একটু বদল এনে টি-টোয়েন্টি ফর্মাটে ক্রিকেট হওয়ার সম্ভবনা ৷
advertisement
আরও পড়ুন - Indian Cricket Team : ভারতীয় দলের নয়া জার্সি, জাতীয়তা বোধ গায়ে দিয়ে মাঠে নামবেন বিরাট-হরমনপ্রীতরা
এবার যেহেতু এই মেগা ইভেন্টের বহু আগে স্থির সিদ্ধান্ত হয়ে গেছে যে টি-টোয়েন্টি ক্রিকেট হবে ,তাই ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক সময় পাবে নিজেদের ক্রীড়াসূচি সঠিক ভাবে সাজিয়ে নেওয়ার জন্য ৷
বিসিসিআই সূত্রের খবর আধিকারিকরা জানিয়েছেন যেহেতু ২০২২ আসতে অনেক দেরি তাই নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে ৷
আরও দেখুন -