একদম এখই জার্সিতে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলকে ৷ অর্থাৎ বিরাট-রোহিতরা যে জার্সিতে খেলেবেন ঠিক সেই একই জার্সিতে খেলবেন মিতালি-হমনপ্রীতরা ৷
advertisement
3/4
রিসাইকেলড দ্রব্য থেকে তৈরি হয়েছে ৷ মালটি ডায়মেনশানাল স্ল্যাশ ডিজাইন মুভমেন্ট এর ফিচার ৷ এছাড়াও রয়েছে কলারের ঠিক পিছন দিকে থাকছে জাতীয় পতাকার রঙ ৷ কলার ও বটন প্যানেলও থাকছে বৈচিত্র ৷
advertisement
4/4
এছাড়াও ঘাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় পাশাপাশি ত্বক যাতে নিঃশ্বাস নিতে পারে সেটাও রয়েছে এই জার্সির বৈশিষ্ট্য ৷