অক্টোবরে টি টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা ৷ এই সিরিজ নিয়ে সন্দেহের পরিস্থিতি শুরু হয়েছে কারণ অস্ট্রেলিয়া সরকার করোনা ভাইরাস অতিমারীর জেরে সেখানে লম্বা সময়ের জন্য বিমান পরিষেবা বন্ধ করে রেখেছে ৷
অজি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষঅরুণ ধুমাল জানিয়েছেন এই সিরিজ খেলার জন্য যদি ভারতীয়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় তাও বোর্ডের পক্ষ থেকে কোনও আপত্তি নেই ৷
advertisement
ধুমাল জানিয়েছেন, ‘কোনও উপায় নেই, সকলকেই এটা করতে হবে ৷ সকলেই ক্রিকেট শুরু করতে চান ৷ দু সপ্তাহ মোটেই লকডাউনের মতো লম্বা নয় ৷ এটা ক্রীড়াবিদদের জন্যেও আদর্শ হবে ৷ কারণ যার যার দেশে লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকার পর কেউ অন্যদেশে গিয়েও যদি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকে তাহলে সেটা ভালোই ৷ আমাদের দেখতে হবে লকডাউন পরবর্তী সময়ে কী নতুন নিয়ম তৈরি হয় ৷ ’
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘ভারতের অস্ট্রেলিয়া সফর ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছি টার্ন ওভার দেওয়ার মতো ৷ এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার অর্থনৈতিক অবস্থাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে ৷ ’
ধুমাল জানিয়েছেন, ‘আমরা যখন নিশ্চিত হয়ে যাব তখন আবার ক্রিকেট সিরিজ শুরু হবে ৷ তখনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ ৫ টি টেস্টের সিদ্ধান্ত হয়েছিল লকডাউনের আগে ৷ এরকম একটা পথ থাকবে যেখানে দুই বোর্ডের কর্মকর্তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ৷ ’
