TRENDING:

গ্রামের মেঠো পথে Shirtless নভদীপ সাইনি, হার্লে ডেভিডসনে চেপে মাচালেন ধামাল, Viral Video

Last Updated:

Navdeep Daini -র ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের  (Indian Cricket Team) উঠতি তারকা নভদীপ সাইনি (Navdeep Saini) -র সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও সুপার ভাইরাল৷ ঠিক সলমান খানের স্টাইলে পরণে ডেনিম কিন্তু উর্ধ্বাঙ্গ অনাবৃত৷ আর শার্টলেস অবস্থায় গ্রামের মেঠো পথে হার্লে ডেভিডসনের (Harley Davidson) বাইকে সওয়ার৷ তিনি আসলে স্টান্ট করছেন৷ তিনি বাইকে স্টার্ট দিয়ে ধুলো ও বালির ঝড় তৈরি করছেন৷
advertisement

ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করা নভদীপ সাইনি ভিডিওতে বিনা মাস্ক ও বিনা শার্ট রয়েছেন৷ তিনি গাড়ি স্টার্ট দিয়েছেন আর অ্যাক্সিলেটর প্রেস করেছেন কিন্তু গাড়ি চালাচ্ছেন না৷ ফলে প্রচুর ধুলো উড়ছে৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের মাটিতে আয়োজিত হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে৷ নভদীপ সেই দলে জায়গা পাননি৷ অন্যদিকে আইপিএলও মাঝপথে শেষ হয়ে গেছে৷ ফলে তিনি নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছেন৷

advertisement

২৮ বছরের নভদীপ এই ভিডিও-র ক্যাপশনে লিখেছেন -‘‘ Accompany me on my bike to feel the fear’’ অর্থাৎ আমার সঙ্গে বাইকে এই ভয় পাওয়ার জন্য সঙ্গ দিন৷ এর সঙ্গে নিজের বাইকের কোম্পানিকেও ট্যাগ করেছেন তিনি৷

ডানহাতি এই জোরে বোলার নভদীপ সাইনি এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতের একদিনের দল থেকে বাদ পরেছেন৷ তাঁর ফ্যানরা এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখার আগ্রহে মুখিয়ে ছিলেন কিন্তু তিনি কেবল একটিই ম্যাচে খেলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার -গাভাসকর ট্রফি সিরিজের শেষ ও নির্ণায়ক টেস্ট ম্যাচের দ্বিতীয় সেশনে নভদীপ সাইনি-র চোটের কারণে মাঠের বাইরে যেতে হয়েছিল৷ ৩৫.৫ ওভারে সাইনির কিছু অসুবিধা হচ্ছিল৷ ফিজিও মাঠে আসেন৷ সেই সময়ে মাঠেই তাঁকে কয়েকটা স্ট্রেচিং করান৷ এরপর নভদীপ ফিজিও-র সঙ্গে মাঠের বাইরে চলে যান৷ নভদীপ সাইনি ভারতের জার্সিতে এখনও ২ টি টেস্ট, ৭টি একদিনের ম্যাচ, ১০ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ তার নামে টেস্টে ৪ টি ওয়ান ডে-তে ৬ টি ও টি টোয়েন্টিতে ১৩ টি উইকেট আছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
গ্রামের মেঠো পথে Shirtless নভদীপ সাইনি, হার্লে ডেভিডসনে চেপে মাচালেন ধামাল, Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল