ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করা নভদীপ সাইনি ভিডিওতে বিনা মাস্ক ও বিনা শার্ট রয়েছেন৷ তিনি গাড়ি স্টার্ট দিয়েছেন আর অ্যাক্সিলেটর প্রেস করেছেন কিন্তু গাড়ি চালাচ্ছেন না৷ ফলে প্রচুর ধুলো উড়ছে৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের মাটিতে আয়োজিত হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে৷ নভদীপ সেই দলে জায়গা পাননি৷ অন্যদিকে আইপিএলও মাঝপথে শেষ হয়ে গেছে৷ ফলে তিনি নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছেন৷
advertisement
২৮ বছরের নভদীপ এই ভিডিও-র ক্যাপশনে লিখেছেন -‘‘ Accompany me on my bike to feel the fear’’ অর্থাৎ আমার সঙ্গে বাইকে এই ভয় পাওয়ার জন্য সঙ্গ দিন৷ এর সঙ্গে নিজের বাইকের কোম্পানিকেও ট্যাগ করেছেন তিনি৷
ডানহাতি এই জোরে বোলার নভদীপ সাইনি এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতের একদিনের দল থেকে বাদ পরেছেন৷ তাঁর ফ্যানরা এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখার আগ্রহে মুখিয়ে ছিলেন কিন্তু তিনি কেবল একটিই ম্যাচে খেলেন৷
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার -গাভাসকর ট্রফি সিরিজের শেষ ও নির্ণায়ক টেস্ট ম্যাচের দ্বিতীয় সেশনে নভদীপ সাইনি-র চোটের কারণে মাঠের বাইরে যেতে হয়েছিল৷ ৩৫.৫ ওভারে সাইনির কিছু অসুবিধা হচ্ছিল৷ ফিজিও মাঠে আসেন৷ সেই সময়ে মাঠেই তাঁকে কয়েকটা স্ট্রেচিং করান৷ এরপর নভদীপ ফিজিও-র সঙ্গে মাঠের বাইরে চলে যান৷ নভদীপ সাইনি ভারতের জার্সিতে এখনও ২ টি টেস্ট, ৭টি একদিনের ম্যাচ, ১০ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ তার নামে টেস্টে ৪ টি ওয়ান ডে-তে ৬ টি ও টি টোয়েন্টিতে ১৩ টি উইকেট আছে৷