TRENDING:

Ind vs SL: দলে হু হু করে ছড়িয়ে পড়ল করোনা সংক্রমণ, এবার তালিকায় ‘এই’ দুই ক্রিকেটার

Last Updated:

বিসিসিআই (BCCI) শ্রীলঙ্কায় ক্রিকেটারদের করোনা পজিটিভদের (Covid positive) নিয়ে রীতিমতো চিন্তায়, তালিকায় নতুন নাম আরও ভাবনায় ফেলল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: টিম ইন্ডিয়া (Team India) শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল৷ বৃহস্পতিবার শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত ৭ উইকেটে হেরে যায়৷ এইভাবে শ্রীলঙ্কা এই টি টোয়েন্টি সিরিজে ২-১ জিতে যায়৷ ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) আগেই পজিটিভ (Covid 19 Positive) হয়েছিলেন ৷ তারপরেই ৮ জন ক্রিকেটার আইসোলেশনে (isolation) যান৷ সিরিজের শেষ ম্যাচেও তাঁরা খেলতে পারেননি৷ এবার রিপোর্টে মাথায় আরও আকাশ ভেঙে পড়ল আরও দুই টিম ইন্ডিয়ার সদস্য ইতিমধ্যেই পজিটিভ হয়েছেন৷
advertisement

ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra chahal) আর কৃষ্ণাপ্পা গৌতম (krishnappa gautam)  পজিটিভ হয়েছেন৷ নতুন টেস্টের পর এই খবর সামনে এসেছে৷ এর আগে পৃথ্বী শ , সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম , মণীশ পাণ্ডে, ইশান  কিষাণ, যুজবেন্দ্র চাহাল, আর দীপক চাহার আইসোলেশনে গেছেন৷ ক্রুণাল পান্ডিয়া এই ক্রিকেটারদের কাছাকাছি এসেছিলেন৷ টিম ইন্ডিয়া আজ শ্রীলঙ্কা থেকে দেশে ফিরবে৷ আইসোলেশনে থাকা অন্য ক্রিকেটার হার্দিক, পৃথ্বী, সূর্যকুমার, মণীষ . দীপক ও ইশানের রিপোর্ট নেগেটিভ এসেছে৷তারা ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরবে৷

advertisement

আরও পড়ুন  https://bengali.news18.com/photogallery/sports/other-sports-tokyo-olympics-2020-australian-canoeist-jessica-fox-uses-condom-to-repair-kayak-and-clinches-bronze-medal-dd-transpg-634854.html

শ্রীলঙ্কা সরকারের প্রোটোকল অনুযায়ি পজিটিভ আসা ক্রিকেটারকে দশদিন আইসোলেশনে থাকতে হবে৷ এরপর টেস্ট নেগেটিভ আসার পরেই ক্রিকেটার দেশে ফিরতে পারবেন৷ কোনও কোভিড ১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তি ৭ দিন অবধি আইসোলেশনে থাকবেন৷ এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতমের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাই তাদের আগামী ১০ দিন শ্রীলঙ্কাতেই থাকতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

বিসিসিআই (BCCI) গত দিনে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে৷ কিন্তু শ্রীলঙ্কায় করোনা কেস এভাবে ভারতীয় দলে ধরা পড়ায় তাঁদেরকে লন্ডন পাঠানো হবে কিনা তা নিয়ে বোর্ডের পক্ষ থেকে এখনও কোন আপডেট পাওয়া যায়নি৷ রিপোর্ট অনুযায়ি তাঁদের পরিবর্তে অন্য ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠানো হতে পারে৷  সব মিলিয়ে হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটে করোনা হানায় বড় চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SL: দলে হু হু করে ছড়িয়ে পড়ল করোনা সংক্রমণ, এবার তালিকায় ‘এই’ দুই ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল