ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra chahal) আর কৃষ্ণাপ্পা গৌতম (krishnappa gautam) পজিটিভ হয়েছেন৷ নতুন টেস্টের পর এই খবর সামনে এসেছে৷ এর আগে পৃথ্বী শ , সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম , মণীশ পাণ্ডে, ইশান কিষাণ, যুজবেন্দ্র চাহাল, আর দীপক চাহার আইসোলেশনে গেছেন৷ ক্রুণাল পান্ডিয়া এই ক্রিকেটারদের কাছাকাছি এসেছিলেন৷ টিম ইন্ডিয়া আজ শ্রীলঙ্কা থেকে দেশে ফিরবে৷ আইসোলেশনে থাকা অন্য ক্রিকেটার হার্দিক, পৃথ্বী, সূর্যকুমার, মণীষ . দীপক ও ইশানের রিপোর্ট নেগেটিভ এসেছে৷তারা ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরবে৷
advertisement
শ্রীলঙ্কা সরকারের প্রোটোকল অনুযায়ি পজিটিভ আসা ক্রিকেটারকে দশদিন আইসোলেশনে থাকতে হবে৷ এরপর টেস্ট নেগেটিভ আসার পরেই ক্রিকেটার দেশে ফিরতে পারবেন৷ কোনও কোভিড ১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তি ৭ দিন অবধি আইসোলেশনে থাকবেন৷ এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতমের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাই তাদের আগামী ১০ দিন শ্রীলঙ্কাতেই থাকতে হবে৷
বিসিসিআই (BCCI) গত দিনে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে৷ কিন্তু শ্রীলঙ্কায় করোনা কেস এভাবে ভারতীয় দলে ধরা পড়ায় তাঁদেরকে লন্ডন পাঠানো হবে কিনা তা নিয়ে বোর্ডের পক্ষ থেকে এখনও কোন আপডেট পাওয়া যায়নি৷ রিপোর্ট অনুযায়ি তাঁদের পরিবর্তে অন্য ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠানো হতে পারে৷ সব মিলিয়ে হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটে করোনা হানায় বড় চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড৷
