আইপিএলে গুজরাত টাইটানসের এই অধিনায়ককে ক্রিকেটপ্রেমীরা মনে করিয়ে দিয়েছেন, বড়দের সঙ্গে বাজে আচরণ বেয়াদবির শামিল। আইপিএলে কাল গুজরাতকে ৮ উইকেটে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। আগে তিন ম্যাচ জেতার পর গুজরাতের এটাই প্রথম হার। হারের সময় সতীর্থের বাজে পারফরম্যান্সের কারণে মেজাজ হারালেও তবু মানা যেত। সানরাইজার্স ১৬২ রান তাড়া করার সময় তাঁদের ইনিংসের ১৩তম ওভারে বল করতে আসেন পান্ডিয়া।
advertisement
জয়ের জন্য তখন ৪৮ বলে ৮১ রান দরকার সানরাইজার্সের। অর্থাৎ ম্যাচে ভালভাবে টিকে ছিল দুই দলই। কিন্তু সানরাইজার্স অধিনায়ক কেইন উইলিয়ামসনের কাছে ওই ওভারেই টানা দুই ছক্কা হজম করেন পান্ডিয়া। ওভারের শেষ বলে রাহুল ত্রিপাঠি থার্ড ম্যানে ক্যাচ তোলেন। গুজরাত পেসার মহম্মদ শামি একটু আগে থেকে এগিয়ে এলে ক্যাচটা নেওয়া যেত। কিন্তু তা না করে বাউন্ডারি ঠেকানোই বেশি নিরাপদ মনে হয়েছে ভারতীয় তারকার।
এতেই ক্ষেপে যান পান্ডিয়া। মাঠেই চিৎকার করে কিছু একটা বলেন শামিকে। এই দৃশ্য ভাল লাগেনি ভারতীয় ক্রিকেটের সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে পান্ডিয়ার সমালোচনা হয়েছে তুমুল। ভারত জাতীয় দলে পান্ডিয়ার তুলনায় শামি সিনিয়র ক্রিকেটার। দলকে সাফল্য এনে দেওয়ার পরিসংখ্যানেও শামির চেয়ে পিছিয়ে থাকবেন পান্ডিয়া।
টুইটে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এ কথাই মনে করিয়ে দিয়েছেন গুজরাত অধিনায়ককে। এক ভক্ত লিখেছেন, প্রিয় হার্দিক, তুমি বাজে অধিনায়ক। সতীর্থদের সঙ্গে চিৎকার করা বন্ধ কর, বিশেষ করে, শামির মতো সিনিয়র কারও সঙ্গে।আরেকজনের টুইট, হার্দিক পান্ডিয়ার মহম্মদ শামির সঙ্গে চিৎকার করার দৃশ্যটি অসম্মানজনক। শামি ভারত জাতীয় দলের জন্য যা করেছে, পান্ডিয়া তার অর্ধেকও করতে পারেনি।