যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বিরুদ্ধে অভিযোগ তিনি রোহিত শর্মার সঙ্গে একটি লাইভ চ্যাটে যুজবেন্দ্র চাহালকে নিয়ে জাতিবিদ্বেষমূলক অপমানজনক মন্তব্য করেছিলেন৷ যার পরে সোশ্যালমিডিয়ায় ঝড় ওঠে, যুবরাজকে ক্ষমা চাইতে বলা হয়৷ যুবরাজ সেই বিতর্কিত পোস্টের নিরিখে ক্ষমা চেয়েছিলেন৷ সেখানে লেখা ছিল তিনি কোনওভাবেই কারোর আবেগকে আঘাত করে দেওয়ার উদ্দেশ্যে সেই মন্তব্য করেননি৷
advertisement
আরও দেখুন -Video: রাজ্যে কি তবে খুলতে চলেছে স্কুল-কলেজ? কী বললেন শিক্ষামন্ত্রী? শুনুন...
যুবরাজ সিং (Yuvraj Singh) হাইকোর্টের নির্দেশের পর চণ্ডীগড়ে চলে যান৷ সেখানে হিসার পুলিশ তাঁকে গ্রেফতার করে নেয়৷ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে৷
তিনি সেই লাইভ চ্যাটে লিখেছিলেন, ‘‘ইয়ে b****i লোগ কো কাম নেহি হ্যায়, ইয়ে যুজি অউর ইসকো (কুলদীপ)৷ যুজি কো দেখ ক্যায়া ভিডিও ডালা হ্যায় আপনি ফ্যামিলি কে সাথ৷’’
এই মন্তব্যের নিরিখেই যুবরাজ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল জাতিবিদ্বেষমূলক মন্ত্যবের জন্য৷ আর এবার তার জেরেই গ্রেফতার হলেন যুবরাজ সিং (Yuvraj Singh Arrested)৷