TRENDING:

India-র পর এবার Pakistan ক্রিকেট শিবিরেও Corona-র থাবা, T20 World Cup-এর আগে বাড়ছে চিন্তা

Last Updated:

বিভিন্ন জায়গায় কড়া বায়োবাবল হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণ (coronavirus) কোনও না কোনভাবে ঢুকেই যাচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ  (T20 World Cup) শুরু হওয়ার আর মাস খানেক বাকি৷  কিন্তু তার আগেই ক্রিকেট দুনিয়ায় আবার করোনার দাপট৷ ফের একবার ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে? ভারত বনাম ইংল্যান্ড (India vs England)  টেস্ট সিরিজের মধ্যে টিম ইন্ডিয়া -র কোচ রবি শাস্ত্রী সহ তিন স্টাফ করোনা পজিটিভ হন৷ করোনার কারণে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট ম্যাচ বাতিল হয়েছে৷ এরমধ্যেই পাকিস্তানেও করোনার আঘাত৷ পাকিস্তানের বাঁ হাতি স্পিনার মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) করোনা পজিটিভ হয়েছেন৷ এর কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের  সিরিজে তাঁর ওয়ানডে সিরিজে খেলায় ঘোর অনিশ্চয়তা৷
advertisement

ফের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গভীর চিন্তা-

ভারত ও পাকিস্তান দলে করোনা এভাবে ঢুকে যাওয়ায় চিন্তা বাড়ছে৷ এদিকে এক মাসের মধ্যেই ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা  টি টোয়েন্টি বিশ্বকাপ৷ তার আগে ইউএই-তেই আইপিএল খেলা হবে৷ সেখানে পাকিস্তান ছাড়া বাকি সব দেশের ক্রিকেটার খেলতে আসবে৷ আইপিএল ২০২১ এ প্রথম পর্বে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যায়৷ সে সময় করোনা মাঝপথেই থামিয়ে দিতে হয়৷ বিভিন্ন জায়গায় কড়া বায়োবাবল হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণ কোনও না কোনভাবে ঢুকেই যাচ্ছে৷

advertisement

আরও পড়ুন - আপনার হঠাৎ দরকার টাকার! ১ ঘণ্টার মধ্যেই ফটাফট পেয়ে যান ১ লক্ষ টাকা

পাকিস্তানের পক্ষ থেকে নবাজের করোনা সংক্রমণের খবর জানানো হয়েছে-

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে ২৭ বছরের নবাজ ইসলামাবাদে দলের সঙ্গে হোটেলে থাকাকালীন করোনা পজিটিভ হয়ে যান৷ হোটেলে তাঁর আইসোলেশন ১০ দিনের যা ১৯ সেপ্টেম্বর শেষ হবে৷ নিউজিল্যান্ড দল শনিবার ১১ সেপ্টেম্বর খেলতে পৌঁছবে৷ দুই দল ১৭,১৯, ও ২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ৩ টি একদিনের ম্যাচ খেলবে৷ এরপর লাহোরে দুই ক্রিকেট দল পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজিও খেলা হবে৷ পাকিস্তান দল অন্য সব ক্রিকেটার এখনও অবধি নেগেটিভ এসেছেন৷ শুক্রবার থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম অনুশীলন শুরু করবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India-র পর এবার Pakistan ক্রিকেট শিবিরেও Corona-র থাবা, T20 World Cup-এর আগে বাড়ছে চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল