ফের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গভীর চিন্তা-
ভারত ও পাকিস্তান দলে করোনা এভাবে ঢুকে যাওয়ায় চিন্তা বাড়ছে৷ এদিকে এক মাসের মধ্যেই ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা টি টোয়েন্টি বিশ্বকাপ৷ তার আগে ইউএই-তেই আইপিএল খেলা হবে৷ সেখানে পাকিস্তান ছাড়া বাকি সব দেশের ক্রিকেটার খেলতে আসবে৷ আইপিএল ২০২১ এ প্রথম পর্বে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যায়৷ সে সময় করোনা মাঝপথেই থামিয়ে দিতে হয়৷ বিভিন্ন জায়গায় কড়া বায়োবাবল হওয়া সত্ত্বেও করোনা সংক্রমণ কোনও না কোনভাবে ঢুকেই যাচ্ছে৷
advertisement
আরও পড়ুন - আপনার হঠাৎ দরকার টাকার! ১ ঘণ্টার মধ্যেই ফটাফট পেয়ে যান ১ লক্ষ টাকা
পাকিস্তানের পক্ষ থেকে নবাজের করোনা সংক্রমণের খবর জানানো হয়েছে-
পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে ২৭ বছরের নবাজ ইসলামাবাদে দলের সঙ্গে হোটেলে থাকাকালীন করোনা পজিটিভ হয়ে যান৷ হোটেলে তাঁর আইসোলেশন ১০ দিনের যা ১৯ সেপ্টেম্বর শেষ হবে৷ নিউজিল্যান্ড দল শনিবার ১১ সেপ্টেম্বর খেলতে পৌঁছবে৷ দুই দল ১৭,১৯, ও ২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ৩ টি একদিনের ম্যাচ খেলবে৷ এরপর লাহোরে দুই ক্রিকেট দল পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজিও খেলা হবে৷ পাকিস্তান দল অন্য সব ক্রিকেটার এখনও অবধি নেগেটিভ এসেছেন৷ শুক্রবার থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম অনুশীলন শুরু করবেন৷
