TRENDING:

কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা, ইতিহাসের হাতছানি অনুষ্টুপ- ঈশ্বরন-পোড়েলের সামনে

Last Updated:

ইডেনে ‘দাদাগিরি’ বাংলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : ১৯৯০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বাংলা দলে ছিলেন তখন শেষবার রনজি ট্রফি জিতেছিল বাংলা ৷ আর ফের একবার দাদা যখন বোর্ড প্রেসিডেন্ট তখন ফাইনালে উঠে ফের একবার রনজি জয়ের স্বপ্ন উসকে দিলেন ঈশ্বরন ও পোড়েলরা ৷ দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে কর্নাটক অলআউট হওয়ার সঙ্গে ১৭৪ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট বুক করে নেয় বাংলা৷
advertisement

রনজি সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে দুই ইনিংসেই কামাল বোলিং করলেন বাংলার ক্রিকেটাররা ৷ মঙ্গলবার সকাল সকালই কর্নাটককে প্যাকআপ করে দিলেন বাঙলার বোলাররা ৷ প্রথম ইনিংসে সফলতম বোলার ছিলেন অনুর্ধ্ব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইশান পোড়েল ৷আর দ্বিতীয় ইনিংসে আগুন ঝরালেন মুকেশ কুমার ৷ এই সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়েছিল ৷ বাংলার হয়ে অনুষ্টুপ মজুমদার ৷ তিনি ১৪৯ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন ৷ এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করুণ নায়ার, কেএল রাহুল, মণীশ পান্ডে সকলেই ফ্লপ ছিলেন ৷ কর্নাটক সবকটি উইকেট খুইয়ে প্রথম ইনিংসে করেছিল মাত্র ১২২ রান ৷

advertisement

Photo Courtesy- Facebook

তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং অত ভালো হয়নি ৷ ১৬১ রানে অলআউট হয়ে যায় তারা ৷এই ইনিংসেও সেরা স্কোর অনুষ্টুপেরও ৷ তিনি করেন ৪৫ রান ৷ জয়ের জন্য প্রয়োজন ৩৫১ রান এই নিয়ে চতুর্থ ইনিংস ব্যাট করতে নামে কর্নাটক ৷ তবে এবারেও দাগ কাটতে ব্যর্থ কেএল রাহুল, করুণ নায়ার, মণীশ পান্ডে ৷ আর ফলও মিলল হাতে নাতে বাংলার বোলাররা ফের একবার ছিন্নভিন্ন করলেন কর্নাটকি ব্যাটসম্যানদের ৷

advertisement

আরও পড়ুন - #Exclusive: ম্যাচ হাতছাড়া হতে দেখেই কী নাটক! কর্নাটকের ক্রিকেটারদের অভিযোগে ক্রিকেটের নন্দনকানে ‘ঘাড় ধাক্কা’ বাংলা সমর্থকদের! 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথম ইনিংসে পোড়েল নিয়েছিলেন ১৩ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমার নিলেন ৬ উইকেট ৷ ১৯৯৩-৯৪ , ২০০৫-০৬,২০০৬-০৭-এ তিনবারই রনজিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছে বাংলা ৷ তবে এবার কি সেই জিঙ্কস ভাঙতে পারবে তারা ৷ অনুষ্টুপ -ইশানরা কিন্তু ইডেনে যে পারফরম্যান্স করলেন তাতে ভারত সেরা হওয়ার স্বপ্ন দেখার শুরু বাঙালি ক্রিকেট ফ্যানদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা, ইতিহাসের হাতছানি অনুষ্টুপ- ঈশ্বরন-পোড়েলের সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল