আসলে ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসর পাওয়ার ক্ষেত্রে শেষ কয়েক বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোহনবাগানের সংবর্ধনা মঞ্চ থেকে আইএসএলে লাল-হলুদের খারাপ েখলার কারণ হিসেবে অনেক পরে দল তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,"ইস্টবেঙ্গল ভালভাবে দল তৈরি করতে পারেনি। যখন ওরা দল গঠনের কাজ শুরু করছে তখন ওরা খুব দেরি করে ফেলেছে। ওরা টিমটাও ভালোভাবে তৈরি করতে পারেনি। আগামি দিনে ওরাও ভালো করবে।" এদিন মঞ্চ থেকে মোহনবাগানেরও ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ফ্যানেরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি কোন ক্লাবের ফ্যান। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আমি কোন ক্লবের ফ্যান তা বলব না।"
advertisement
এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আপনারা খুব ভালো, আপনারা ইতিহাস রচনা করেছেন। আমার শুভেচ্ছা জানবেন আপনাদের পরিবারকে। আমি দেখলাম বাংলার ও অনেক ছেলে এখানে খেলেছেন। তাদের জীবনে একরাশ স্বপ্ন। মোহনবাগান আমাদের এই পথ দেখিয়েছে। সারা দেশের মধ্য আপনারা জিতেছেন। আমি চাই আপনারা আগামী দিনে বিশ্বসেরা হন। বাংলাকে নেগলেক্ট করলে হবে না। বাংলা জয় করতে পারে।আপনারা আরো ভালো খেলুন। আপনারা বাংলার ধ্রুবতারা। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন।" এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"ফাইনালের দিন সকাল বেলায় আমি স্বপ্নেই দেখেছিলাম মোহনবাগান জিতছে।" মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা উপহারও দেন মুখ্যমন্ত্রী।