TRENDING:

মোহনবাগানের মঞ্চে ইস্টবেঙ্গলের নাম, কোন ক্লাবের সমর্থক, সবুজ-মেরুণ ফ্যানেদের প্রশ্নের কী উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব তাঁবুতে হাজির হতেই বাগান জনতা তাঁকে স্বাগত জানায়। সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেন বাগান‌ সচিব দেবাশিস দত্ত। এরপর মোহনবাগান কোচ ও ফুটবলারদের সংবর্ধনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঞ্চ ছিল আইএসএল জয়ী মোহনবাগানের সংবর্ধনার। কথা মতই উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সকলের জন্য এনেছিলেন মিষ্টি ও উপহার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেয় সবুজ-মেরুণ কর্তৃপক্ষ। মঞ্চে মোহানবাগান প্লেয়ার-কোচেদের সংবর্ধনা জানান মুখ্যামন্ত্রী। কিন্তু হঠাৎই মোহনবাগানের সংবর্ধনার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ইস্টবেঙ্গলের নাম। চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাবের নাম শুনে সবুজ-মেরুণ সমর্থকরা খানিক চিৎকার করে ওঠে। ইস্টবেঙ্গলের আইএসএলে খারাপ পারফরম্যান্সের ব্যাখ্যাও দেন।
advertisement

আসলে ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসর পাওয়ার ক্ষেত্রে শেষ কয়েক বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোহনবাগানের সংবর্ধনা মঞ্চ থেকে আইএসএলে লাল-হলুদের খারাপ েখলার কারণ হিসেবে অনেক পরে দল তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,"ইস্টবেঙ্গল ভালভাবে দল তৈরি করতে পারেনি। যখন ওরা দল গঠনের কাজ শুরু করছে তখন ওরা খুব দেরি করে ফেলেছে। ওরা টিমটাও ভালোভাবে তৈরি করতে পারেনি। আগামি দিনে ওরাও ভালো করবে।" এদিন মঞ্চ থেকে মোহনবাগানেরও ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ফ্যানেরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি কোন ক্লাবের ফ্যান। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আমি কোন ক্লবের ফ্যান তা বলব না।"

advertisement

আরও পড়ুনঃ 'বাংলাকে অবহেলা করলে হবে না, বাংলা জয় করতে পারে', ভারতসেরা মোহনবাগানের সংবর্ধনা মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আপনারা খুব ভালো, আপনারা ইতিহাস রচনা করেছেন। আমার শুভেচ্ছা জানবেন আপনাদের পরিবারকে। আমি দেখলাম বাংলার ও অনেক ছেলে এখানে খেলেছেন। তাদের জীবনে একরাশ স্বপ্ন। মোহনবাগান আমাদের এই পথ দেখিয়েছে। সারা দেশের মধ্য আপনারা জিতেছেন। আমি চাই আপনারা আগামী দিনে বিশ্বসেরা হন। বাংলাকে নেগলেক্ট করলে হবে না। বাংলা জয় করতে পারে।আপনারা আরো ভালো খেলুন। আপনারা বাংলার ধ্রুবতারা। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন।" এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"ফাইনালের দিন সকাল বেলায় আমি স্বপ্নেই দেখেছিলাম মোহনবাগান জিতছে।" মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা উপহারও দেন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগানের মঞ্চে ইস্টবেঙ্গলের নাম, কোন ক্লাবের সমর্থক, সবুজ-মেরুণ ফ্যানেদের প্রশ্নের কী উত্তর দিলেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল