TRENDING:

Chi Chi O Noni Chi: বিরাট কোহলি ব্যাট হাতে বাউন্ডারির ধারে আসতেই, বেজে উঠল ‘ছিঃ ছিঃ ছিঃ ও ননী ছিঃ’ তোলপাড় কটক

Last Updated:

Chi Chi O Noni Chi: সত্যি সত্যিই এ কী হাল, ছিঃ ছিঃ ও ননী ছিঃ গান বাজল স্টেডিয়ামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ২-০ তে জিতে গেছে ভারত৷ টিম ইন্ডিয়া কটকের বারাবাটি স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট ফ্যানরা দারুণ আনন্দে মাতোয়ারা হয়েছিল৷ ভারত বনাম ইংল্যান্ড  ম্যাচে রোহিত শর্মার ব্যাট, যা নিয়ে একাধিক কথা হচ্ছিল চলছিল জোর সমালোচনা, তাদের মুখের ওপর জবাব দিলেন পারফরম্যান্স দিয়ে৷ তাঁর ব্যাট এদিন ওড়িশায় জ্বলজ্বল করেছিল। অধিনায়ক একটি বিস্ফোরক সেঞ্চুরি খেলেন এবং ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২-০ তে অপ্রতিরোধ্য লিড নিয়েছে৷
বিরাট কোহলিকে দেখেই ডিজে বাজাল ছিঃ ছিঃ ও ননী ছিঃ
বিরাট কোহলিকে দেখেই ডিজে বাজাল ছিঃ ছিঃ ও ননী ছিঃ
advertisement

টানা দ্বিতীয় ম্যাচ জিতে ভারত ঘরের মাঠে ইংলিশ দলের বিরুদ্ধে ৪০ বছরের আধিপত্য বজায় রেখেছে। এই ম্যাচে রোহিত শর্মা সেঞ্চুরি করলেও ফের ফ্লপ বিরাট কোহলি। এদিন বারাবাটিতে একাধিক ঘটনা ঘটায় ফের শিরোনামে উঠে আসে স্টেডিয়াম৷ ফ্লাডলাইট বন্ধ থাকায় কটক ওডিআইতে ম্যাচ থমকে গিয়েছিল।

আরও পড়ুন – Madhyamik Examination 2025: মাথায় বাক্স-তোরঙ্গ, সঙ্গে সব বই-খাতা, দলে দলে মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়ল মৌসুনি দ্বীপ, এ কী সর্বনাশ

advertisement

এরই মধ্যে একটা মজার ঘটনা ঘটে৷  তখন ক্রিজে রোহিত শর্মা ব্যাট করছেন এবং বাউন্ডারি রোপের ধারে বিরাট তৈরি হয়ে রয়েছেন উইকেট পড়লে মাঠে নামার জন্য৷ তখন  একটি গান বেজে ওঠে যা সবাইকে নাচতে বাধ্য করে। পাশাপাশি সকলের মনে কৌতূহল উদ্রেক করে দেয়৷ যে গানটি বাজে তা হল , ‘ছিঃ, ছিঃ ও ননী ছিঃ’ , দেখুন ভাইরাল ভিডিও৷

advertisement

ফ্যানদের বক্তব্য যে তাহলে কী এই গানটা বিরাটের জন্যেই বাজছিল…

ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হল, ছিঃ ছিঃ ও ননী ছিঃ গানে মাতোয়ারা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কটকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে খেলা চলাকালীন ফ্লাডলাইটের ত্রুটির কারণে ম্যাচটি বন্ধ করতে হয়েছিল। ফ্লাডলাইটগুলি সন্ধ্যা ৬:১৫ তে অল্প সময়ের জন্য খেলা  বন্ধ হয়েছিল। ম্যাচ বন্ধ হয়ে গেলে এমন কিছু ঘটে যা ফ্যানদের মেজাজ বদলে দেয়। ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৬৫ ওভারে ৪৮ রান করে। রোহিত ও গিল যখন মাঠ ছাড়ছিলেন, তখন ডিজে বাজছিল ‘ছিঃ ছিঃ ননী’ গানটি। এই গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ম্যাচ চলাকালীন একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে বিরাট কোহলি, যিনি তার ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করছিলেন, তাঁকে ডাগআউটের দিকে ফিরতে দেখা যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Chi Chi O Noni Chi: বিরাট কোহলি ব্যাট হাতে বাউন্ডারির ধারে আসতেই, বেজে উঠল ‘ছিঃ ছিঃ ছিঃ ও ননী ছিঃ’ তোলপাড় কটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল