Madhyamik Examination 2025: মাথায় বাক্স-তোরঙ্গ, সঙ্গে সব বই-খাতা, দলে দলে মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়ল মৌসুনি দ্বীপ, এ কী সর্বনাশ

Last Updated:

Madhyamik Examination 2025: মাধ্যমিকের আগে বাড়ি ছেড়ে যেতে হলো পরীক্ষার্থীদের! একি কাণ্ড মৌসুনিতে

+
নৌকাতে

নৌকাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা

দক্ষিণ ২৪ পরগনা: মাধ্যমিকের আগে অভিভাবকদের সঙ্গে নিয়ে মৌসুনি দ্বীপ ছেড়ে চলে গেল ছাত্র-ছাত্রীরা। পরীক্ষার্থীরা বইপত্র গুছিয়ে নিয়ে পাড়ি দিল আত্মীয়দের বাড়ি। সমস্ত রকম ব্যবস্থা করল প্রশাসন। নির্বিঘ্নে পরীক্ষা দিতে এই ব্যবস্থা করা হয়েছে।
শীতকালে কুয়াশার জন্য অনেক সময় অসুবিধা হয়। নদী পেরিয়ে অন্যত্র যেতে অনেক দেরি হয়ে যায় মাঝেমধ্যেই। এক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চায় না পরীক্ষার্থীরা। জীবনের প্রথম বড় পরীক্ষায় সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে চায় তারা।
advertisement
advertisement
সেই কারণেই মৌসুনি দ্বীপের ছাত্রছাত্রীদের দেখা গিয়েছে অন্যত্র পাড়ি দিতে। টিনের ট্যাঙ্কে প্রয়োজনীয় বইখাতার সঙ্গে কয়েকদিনের প্রয়োজনীয় পোশাকও গুছিয়ে নিয়ে যায় তারা।
জানা গিয়েছে, নামখানার মৌসুনি দ্বীপে দু’টি মাধ্যমিক স্কুল রয়েছে। এই দুটি স্কুলের সিট পড়েছে নদী পেরিয়ে নামখানা ব্লকের অন্য দুটি স্কুলে। সেজন্য এই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা আগে থেকেই পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
advertisement
বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রের পাশে থাকা আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে উঠেছে। আবার অনেকে পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি ঘর ভাড়া করে রয়েছে। পরীক্ষার্থীদের এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার ঘটনার স্বাক্ষী থেকেছে গোটা মৌসুনি দ্বীপ।
Nawab Mullick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2025: মাথায় বাক্স-তোরঙ্গ, সঙ্গে সব বই-খাতা, দলে দলে মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাড়ল মৌসুনি দ্বীপ, এ কী সর্বনাশ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement