TRENDING:

১৬ বছরের ভারতের গ্র্যান্ডমাস্টারের বড় অঘটন, ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিলেন

Last Updated:

র‍্যাপিড চেস (chess) টুর্নামেন্ট এয়ারথিংঙ্গস মাস্টার্স (Airthings Masters) অষ্টম পর্বে ১৬ বছরের প্রাগনন্দা দুনিয়ার এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ প্রাগনন্দা ( r praggnanandhaa)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ভারতের যুব গ্র্যান্ডমাস্টার আর প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার এক দারুণ অঘটন ঘটিয়ে দেন৷ অনলাইন  র‍্যাপিড চেস (chess) টুর্নামেন্ট এয়ারথিংঙ্গস মাস্টার্স (Airthings Masters) অষ্টম পর্বে ১৬ বছরের প্রাগনন্দা দুনিয়ার এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার সকালের দানে কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন৷ তিনি মাত্র ৩৯ চালে কার্লসেনকে  (magnus carlsen)  হারিয়ে দেন৷ এই ভাবে তিনি কার্লসেনের বিজয় অভিযানের ওপর ফুলস্টপ বসিয়ে দিলেন৷ কার্লসেন এই বছরের প্রথম তিনটি বাজি জিতেছিলেন৷
Chess: 16 year old indian grandmaster r praggnanandhaa stuns world champion magnus carlsen -Photo Courtesy- SAI Media Twitter)
Chess: 16 year old indian grandmaster r praggnanandhaa stuns world champion magnus carlsen -Photo Courtesy- SAI Media Twitter)
advertisement

ভারতীয় গ্র্যান্ডমাস্টার এই জয়ের ফে আট অঙ্কে রয়ে গেলেন৷ আর অষ্টম রাউন্ডের পরে তিনি সংযুক্তভাবে ১২ নম্বরে রয়েছেন৷ গত পর্বে  তিনি নিজের প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি৷ আর প্রাগনন্দা ( r praggnanandhaa) কার্লসেনের বিরুদ্ধে জয় দাবার (Chess) দুনিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে৷ এছাড়া ভারতীয় গ্র্যান্ডমাস্টার ২ টি রাউন্ড ড্র করেছিলেন এবং চারটি রাউন্ডে হেরেছিলেন৷

advertisement

 আরও পড়ুন - Ind vs WI: অধিনায়ক হয়েই নজির, Rohit Sharma যা করলেন ভারতীয় কোনও অধিনায়কের নেই

অনীশ গিরি এবং লিমের বিরুদ্ধে ড্র করেছে বাজি৷ অন্যদিকে এরিক হৈনসেন, ডিঙ্গ লিরেন , জান ক্রিজস্টোফ ডুডা এবং শখরিয়ার মামেদয়ারোবের কাছে তাঁকে হারতে হয়েছে৷ কিছু মাস আগে নরওয়ের কার্লসেনকে হারানো রাশিয়ার ইয়ান নেরোমনিয়াচচি ১৯ পয়েন্টের সঙ্গে শীর্ষে রয়েছেন৷

advertisement

আরও পড়ুন - Viral Photo: বলিউড থেকে সিরিয়াল, অভিনেত্রীরা নিজেরাই শেয়ার করেন স্নানের সাহসী ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এরপরে ডিঙ্গ লিরেন আর হৈনসেন (১৫ পয়েন্ট) নম্বর আছে৷ এয়ারথিঙ্গস মাস্টার্স ১৬ খেলোয়াড় অংশ নিয়েছেন৷ প্রারম্ভিক পর্যায়ে এখন সাত পর্বের বাজি খেলা বাকি রয়েছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
১৬ বছরের ভারতের গ্র্যান্ডমাস্টারের বড় অঘটন, ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল