TRENDING:

১৬ বছরের ভারতের গ্র্যান্ডমাস্টারের বড় অঘটন, ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিলেন

Last Updated:

র‍্যাপিড চেস (chess) টুর্নামেন্ট এয়ারথিংঙ্গস মাস্টার্স (Airthings Masters) অষ্টম পর্বে ১৬ বছরের প্রাগনন্দা দুনিয়ার এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ প্রাগনন্দা ( r praggnanandhaa)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ভারতের যুব গ্র্যান্ডমাস্টার আর প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার এক দারুণ অঘটন ঘটিয়ে দেন৷ অনলাইন  র‍্যাপিড চেস (chess) টুর্নামেন্ট এয়ারথিংঙ্গস মাস্টার্স (Airthings Masters) অষ্টম পর্বে ১৬ বছরের প্রাগনন্দা দুনিয়ার এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (magnus carlsen) হারিয়ে দেন৷ প্রাগনন্দা ( r praggnanandhaa) সোমবার সকালের দানে কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন৷ তিনি মাত্র ৩৯ চালে কার্লসেনকে  (magnus carlsen)  হারিয়ে দেন৷ এই ভাবে তিনি কার্লসেনের বিজয় অভিযানের ওপর ফুলস্টপ বসিয়ে দিলেন৷ কার্লসেন এই বছরের প্রথম তিনটি বাজি জিতেছিলেন৷
Chess: 16 year old indian grandmaster r praggnanandhaa stuns world champion magnus carlsen -Photo Courtesy- SAI Media Twitter)
Chess: 16 year old indian grandmaster r praggnanandhaa stuns world champion magnus carlsen -Photo Courtesy- SAI Media Twitter)
advertisement

ভারতীয় গ্র্যান্ডমাস্টার এই জয়ের ফে আট অঙ্কে রয়ে গেলেন৷ আর অষ্টম রাউন্ডের পরে তিনি সংযুক্তভাবে ১২ নম্বরে রয়েছেন৷ গত পর্বে  তিনি নিজের প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি৷ আর প্রাগনন্দা ( r praggnanandhaa) কার্লসেনের বিরুদ্ধে জয় দাবার (Chess) দুনিয়ায় চাঞ্চল্য তৈরি করেছে৷ এছাড়া ভারতীয় গ্র্যান্ডমাস্টার ২ টি রাউন্ড ড্র করেছিলেন এবং চারটি রাউন্ডে হেরেছিলেন৷

advertisement

 আরও পড়ুন - Ind vs WI: অধিনায়ক হয়েই নজির, Rohit Sharma যা করলেন ভারতীয় কোনও অধিনায়কের নেই

অনীশ গিরি এবং লিমের বিরুদ্ধে ড্র করেছে বাজি৷ অন্যদিকে এরিক হৈনসেন, ডিঙ্গ লিরেন , জান ক্রিজস্টোফ ডুডা এবং শখরিয়ার মামেদয়ারোবের কাছে তাঁকে হারতে হয়েছে৷ কিছু মাস আগে নরওয়ের কার্লসেনকে হারানো রাশিয়ার ইয়ান নেরোমনিয়াচচি ১৯ পয়েন্টের সঙ্গে শীর্ষে রয়েছেন৷

advertisement

আরও পড়ুন - Viral Photo: বলিউড থেকে সিরিয়াল, অভিনেত্রীরা নিজেরাই শেয়ার করেন স্নানের সাহসী ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপরে ডিঙ্গ লিরেন আর হৈনসেন (১৫ পয়েন্ট) নম্বর আছে৷ এয়ারথিঙ্গস মাস্টার্স ১৬ খেলোয়াড় অংশ নিয়েছেন৷ প্রারম্ভিক পর্যায়ে এখন সাত পর্বের বাজি খেলা বাকি রয়েছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
১৬ বছরের ভারতের গ্র্যান্ডমাস্টারের বড় অঘটন, ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল