TRENDING:

MS Dhoni: 'বুড়ো' ধোনির ব্যাটে এখনও ওঠে রানের ঝড়, এমন ইনিংস মন ভাল করে দিল ফ্যানেদের, দেখুন ভিডিও

Last Updated:

MS Dhoni:নিজের উইকেট কিপিংয়ে পুরনো ঝলকটা আগেই দেখিয়েছিলেন। ঝাপিয়ে পড়ে ক্য়াচের স্মৃতি এখনও টাটকা। তারমধ্যেই এবার ব্যাট হাতে ২২ গজে আরও একবার সকলের মন জিতে নিলেন বছর ৪২-এর এমএস ধোনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিজের উইকেট কিপিংয়ে পুরনো ঝলকটা আগেই দেখিয়েছিলেন। ঝাপিয়ে পড়ে ক্য়াচের স্মৃতি এখনও টাটকা। তারমধ্যেই এবার ব্যাট হাতে ২২ গজে আরও একবার সকলের মন জিতে নিলেন বছর ৪২-এর এমএস ধোনি। প্রথম দুটি ম্যাচে ধোনির ব্যাট দেখার সৌভাগ্য হয়নি ফ্যানেদের। দিল্লির বিরুদ্ধে অবশেষে আইপিএল ২০২৪-এ প্রথমবার মাঠে নামেন ধোনি। দলকে ম্যাচ জেতাতে না পারলেও নিজের ব্যাটিং সকলের মন জিতে নিলেন মাহি।
advertisement

দিল্লি দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে যখন একেবারের কোণঠাসা, আর জেতার কোনও আশা নেই, তখন মাঠে নামেন ধোনি। সেই সময় দলের স্কোর ১২০ রানে ৬ উইকেট। রান বাকি ২৩ বলে ৭২। অসম্ভব হলেও ফ্যানেদের ওই যে বিশ্বাস ‘ধোনি হ্যায় তো মুমকিন হ্যায়’। ম্যাচটা হয়তো আর কিছুটা আগে নামলে ধোনি বার করে নিতে পারতেন। কিন্তু যে ইনিংসটা বিশাখাপত্তনমে খেললেন মাহি তা ‘দিল খুশ’ করে দিয়েছে সকলের।

advertisement

শেষের দিকে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেলেও দেখা গেল সেই ভিন্টেজ ধোনির ব্যাটিং। ১৬ বলে ২৩১-এরও বেশি স্ট্রাইক রেটে ৩৭ রানের মারকাটারি ইনিংস খেলেন ধোনি। সেই পুল, সেই রকেট গতির কভার ড্রাইভ, সেই কভারের উপর দিয়ে বিশাল ছক্কা,  সেই লং অনের উপর দিয়ে ছয়, ধোনির ট্রেডমার্ক একাধিক শট উপহার পেলেন ফ্যানেরা। মাঠে দর্শকদের আওয়াজ শুনে বোঝার উপায় ছিল না এটা দিল্লি হোম ম্যাচ। ৪টি চার ও ৩টি ছয় মারেন ধোনি।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, ম্যাচে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। হাফ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ করে চেন্নাই। ২০ রানে ম্যাচ জেতে দিল্লি।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: 'বুড়ো' ধোনির ব্যাটে এখনও ওঠে রানের ঝড়, এমন ইনিংস মন ভাল করে দিল ফ্যানেদের, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল