TRENDING:

দলে নেই বাংলার ক্রিকেটার, আইপিএল এলেই বাঙালি সেজে ন্যাকামো! কেকেআর নিয়ে উৎসাহ কমছে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে পুরনো নিয়মে আইপিএল আয়োজন করা যায়নি। এবার আবার ঘরে-বাইরে অর্থাৎ পুরনো নিয়মে চালু হচ্ছে আইপিএল। ফলে প্রত্যেক শহরের ফ্রাঞ্চাইজি তাদের নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। কেকেআর আবার খেলবে ইডেনে। ফলে কলকাতার ক্রিকেটপ্রেমী মানুষদের উত্তেজনা থাকার কথা এবারের আইপিএল নিয়ে।
কোচ পন্ডিতের ক্লাসে রানা এবং ভেঙ্কটেশ
কোচ পন্ডিতের ক্লাসে রানা এবং ভেঙ্কটেশ
advertisement

কিন্তু সেভাবে নেই। অন্তত এখনও পর্যন্ত কলকাতার ক্রিকেট প্রেমীরা খুব একটা গুরুত্ব দিতে রাজি নন কলকাতা নাইট রাইডার্স দলকে। তার প্রাথমিক কারণ কলকাতার দল হয়েও বাঙালিদের গুরুত্ব না দেওয়া। রঞ্জিতে আকাশ, মুকেশ, অভিষেকরা ভাল পারফর্ম করে অন্য শহরের ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পান। অথচ তাদের নেয় না কেকেআর।

অনেকেই বলেন এই দলের সিইও ভেনকি মাইসোর নাকি আসল দোষী। গত মরসুমে কেকেআরের কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। গত আইপিএলের পর ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাকালাম। ফলে নতুন কোচ খুঁজতে বাধ্য হয় নাইট ম্যানেজমেন্ট। বারবার ব্যর্থতার পর এবার ভারতীয় কোচের দিকেই ঝোঁক নেয় কেকেআর ম্যানেজমেন্ট।

advertisement

শ্রেয়স, রাসেল, নারিনদের মাথার উপর চন্দ্রকান্ত পণ্ডিতকে আগেই বসিয়েছিল তারা। আন্তর্জাতিক মঞ্চে কোচিং এর একেবারেই অভিজ্ঞতা নেই তার। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পন্ডিত। রঞ্জি ট্রফিতে যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। বিদর্ভ রঞ্জি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের হাত ধরেই।

গত মরসুমে দায়িত্ব নিয়েছিলেন মধ্যপ্রদেশের। তরুণ দল নিয়ে তাদেরও চ্যাম্পিয়ন করেছেন। কোচ হিসেবে সব মিলিয়ে আধ ডজন রঞ্জি ট্রফি জয়ের নজির গড়েছেন তিনি। গত মরসুমে তাঁর কোচিংয়ে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। এর আগে তার তত্বাবধানেই ২০১৮ ও ২০১৯ মরসুমে পরপর দুবার চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। তার আগে মুম্বই দলকে ৩ বার রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন পন্ডিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে এই সাফল্য আসে। এরপর ২০২১ আইপিএলে ফাইনাল পৌঁছলেও ট্রফি আসেনি আর। মাঝে তিন বার প্লে-অফে উঠেছিল কেকেআর। বাকি সব বার গ্রুপ পর্বেই বিদায় নেয়।

বাংলা খবর/ খবর/খেলা/
দলে নেই বাংলার ক্রিকেটার, আইপিএল এলেই বাঙালি সেজে ন্যাকামো! কেকেআর নিয়ে উৎসাহ কমছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল