সিএবির তরফে জানানো হয়েছে প্রথমে অনলাইন ও কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। এছাড়া অফ লাইনে কাউন্টার থেকেও টিকিট দেওয়া শুরু হয়েছে। রবিবার থেকে শুরু করে ম্যাচের আগের দিন বুধবার পর্যন্ত টিকিট বিক্রি করবে সিএবি। এই ম্যাচের জন্য ৩টি দামের টিকিট রয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। টিকিট বিক্রির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে চাহিদা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মাঠের মতই প্রেমিক আলভারেজও 'শিল্পী', চিনে নিন আর্জেন্টাইন তারকার সেক্সি বান্ধবীকে
ইডেনে নতুন এলইডি ফ্লাড লাইট বসানোর পর এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচে কোনও ধবের আলো বিভ্রাট হলে এই আলো খুব তাড়া তাড়ি জ্বালানো যায়। এছাড়া ম্যাচের মাঝে একটি ছোট লেজার শো হবে বলে জানিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে সাফল্যের সঙ্গে ম্যাচ করার বিষয়ে আত্মবিশ্বালী সিএবি।