TRENDING:

CAB: বাংলা ক্রিকেটের লজ্জা! সৌরভের হস্তক্ষেপেও হল না সমাধান। নিজেদের ভুলে বিসিসিআইয়ের বিশেষ বৈঠকে বাদ সিএবি। ‌

Last Updated:

*১২ই জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে বিসিসিআই সচিব আর কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার ক্রিকেটে কলঙ্কিত অধ্যায়! কর্তাদের বিরাট ভুল। নিজেদের খামখেয়ালির মাশুল গুনতে হলো। ‌ ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে অংশ নিতে পারবে না বাংলার ক্রিকেট সংস্থা। অর্থাৎ সিএবির কোন প্রতিনিধি বৈঠকে অংশ নিতে পারবেন না এমনকি ভোটাভুটি হলেও ভোটে দাঁড়াতে পারবেন না। সিএবি ছাড়া বাকি চৌত্রিশটি সংস্থা অংশ নিলেও থাকবে না সিএবি। সিএবির আবেদন নাকচ বোর্ডের ইলেকটোরাল অফিসারের। অনেক চেষ্টা করেও কোন উপায় বের করতে পারলেন না সিএবি কর্তারা।
সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
advertisement

আরও পড়ুন: IND vs AUS: কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে তারপর যা ঘটল

এমনকি সৌরভের হস্তক্ষেপেও সমস্যার সমাধান হলো না। চূড়ান্ত ইলেকটোরাল ড্রাফটের চূড়ান্ত তালিকায় নেই নাম সিএবির প্রতিনিধির। শুক্রবার দিন মনোনয়ন জমা দেওয়ার পালা। বিসিসিআই সূত্রের খবর, কোষাধক্ষ্য এবং সচিব পদের জন্য ভোট হবে না। একজন করেই প্রতিনিধি মনোনয়ন জমা দেবেন। ‌তবে যদি ভোট হতো সেখানে অংশগ্রহণ করতে পারত না সিএবি। ফলে মুখ পুড়লো সিএবির। আসলে বোর্ডের বৈঠকে থাকার জন্য নির্দিষ্ট সময়ে অনলাইনে আবেদন করেনি সিএবি। স্পেশাল জেনারেল মিটিংয়ে প্রত্যেক অনুমোদিত রাজ্য সংস্থা থেকে প্রতিনিধিকে হচ্ছেন সেটা জানাতে হয়। ২৭‌ ডিসেম্বর রাত আটটার মধ্যে অনলাইনে নাম জমা দেওয়ার শেষ সময় ছিল। ‌সিএবি কর্তারা ভুলেই যান নাম পাঠাতে।‌ সেই সময় সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজের ভুল স্বীকার করে নেন। শেষ পর্যন্ত বিসিসিআইকে অনুরোধ করে সঙ্গে কথা বলে অফলাইনে হার্ড কপিতে আবেদন করেন।

advertisement

আরও পড়ুন: Virat Kohli: এবার বিদায় বিরাট কোহলির? ৪ বছরে ২২ বার একই ভুল! কোন পথে সমাধান

সৌরভকে দিয়েও নাম নথিভূক্ত করার চেষ্টা করানো হয়। সিএবি সভাপতি নিজের নাম হার্ড কপিতে পাঠিয়ে দেন বছরের শেষ দিন। ‌তবে তা খারিজ করে দেওয়া হলো BCCI এর ইলেকটোরাল অফিসার এ,কে, জ‍্যোতির তরফ থেকে। ফলে ১২ই জানুয়ারি জানুয়ারি বোর্ডের স্পেশাল জেনারেল মিটিং এ সিএবির কোন প্রতিনিধি থাকবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে বিসিসিআই সচিব আর কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে। এর আগে দেবজিত সাইকিয়া অন্তর্বর্তীকালীন হিসেবে এই কদিনের জন্য দায়িত্বভার পেয়েছিলেন। এবার মিটিং থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআই সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত হবে।

বাংলা খবর/ খবর/খেলা/
CAB: বাংলা ক্রিকেটের লজ্জা! সৌরভের হস্তক্ষেপেও হল না সমাধান। নিজেদের ভুলে বিসিসিআইয়ের বিশেষ বৈঠকে বাদ সিএবি। ‌
Open in App
হোম
খবর
ফটো
লোকাল