তাঁর ভক্তকুলের সংখ্যা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই শোয়েব আখতার জানিয়েছেন তিনি চান উমরান তাঁর দ্রুততম বলের রেকর্ড ভাঙুন। এবার শোয়েবের পাশাপাশি আরেক ‘গতির সওদাগর’ ব্রেট লিও তরুণ ভারতীয় ফাস্ট বোলারকে প্রশংসায় ভরিয়ে দিলেন। নিজের ইউটিউব চ্যানেলে উমরানের প্রশংসা করে লি বলেন, ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করার অনুভবটা আমি জানি। ও গান বোলার।
advertisement
স্পিড গানের কাটা ও ১৬০ কিমি প্রতি ঘণ্টায় তুলে দিয়েছে। আমার কাছে অ্যাপ্রোচটাই আসল। একটি উড়োজাহাজ অ্যাপ্রোচটাই প্রথমে চোখে পড়ে, তারপর ধীরে ধীরে গতি নিয়ে তা উড়ে যায়। ফাস্ট বোলারের ক্ষেত্রেও ব্যাপারটা এমন। ও ৩৫ মিটার দূর থেকে স্প্রিন্টারের মতো ছুটে এসে ভয়ানক গতিতে বল করে। এটাই আমার ভাল লাগে। উমরানের সঙ্গে তাঁর এখনও দেখা হয়নি বলেই জানান ব্রেট লি।
তবে দেখা হলে তাঁকে কী পরামর্শ দেবেন? প্রাক্তন অজি তারকা জানান, ও কয়েকটা ম্যাচে রান দিয়েছে বটে। তবে ওর বয়স মাত্র ২২, তাই সেই নিয়ে আমি চিন্তিত নই। বর্তমানে উমরানের জন্য আমার পরামর্শ শুধু ছুটে এসে যত জোরে সম্ভব বল কর। ওর বোলিং অ্যাকশানটাও একদম ঠিকঠাক।
ও আরও জোরে বল করতে পারে। লোকজন ১৪০ কিমিতে বল করার জন্য পাগল হয়ে যায়, আর ও তো সহজেই তা করে। আমার ওর সঙ্গে দেখা হলে আমি ওকে বলব এতদিন যা করে এসেছ, তাই করে যাও। ফাস্ট বোলিং করাটাকে উপভোগ কর। মনে রাখতে হবে চাইলেই ফাস্ট বোলার হওয়া যায় না। ক্রিকেটের সবচেয়ে কঠিন ব্যাপার ফাস্ট বোলিং। এটাই উমরান অত্যন্ত সহজে করতে পারে। বাজি রেখে বলছি স্কুলে নিশ্চয়ই খুব দ্রুত দৌড়াতে পারত।