সংবাদ সংস্থা এএনআইয়ের খুবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিেয়েছেন চেতন শর্মা। সেই ইস্তফা পত্র গৃহীত হয়েছে বলেও খবর। স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত অধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির দ্বন্দ্ব নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন চেতন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াইয়ের কারনেই অধিনায়কত্ব হারিয়েছিলেন বিরাট বলে মন্তব্য করেছিলেন চেতন। এছাড়া জসপ্রীত বুমরাহকে ব্যাথা কমানোর ইঞ্জেকশন দিয়ে জোর করে খেলানো হয়েছিল বলেছিলন চেতন শর্মা।
advertisement
এই স্টিই অপারেশন সামনে আসার পরই বিতর্কের ঢেউ ওঠে। বোর্ড যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সেই ইঙ্গিত আগেই ছিল। তার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা ছিল। ভারত ও অস্ট্রেলিয়াক পরবর্তী দুই টেস্টের দল গঠনে চেতন শর্মা থাকবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে কোনও বিতর্ক আর না বাড়িয়ে নিজেই প্রধান জাতীয় নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন চেতন শর্মা। তবে স্টিং অপারেশেনের জেরেই এই ইস্তফা কিনা তা নিয়ে এখনও মুখ খোলেননি চেতন শর্মা।
আরও পড়ুনঃ Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর থেকে এই দায়িত্বে রয়েছেন তিনি। ২০২২ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড চেতনকে তাঁর পদ থেকে বরখাস্ত করে। কিন্তু এই বছর তাঁকেই আবার বোর্ডের প্রধান নির্বাচক পদে নির্বাচিত করে বিসিসিআই। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক নানা ঘটনার পরিণামই এই ইস্তফা।