অত্যন্ত বিরক্তিকর ফুটবলই এদিন দর্শকদের দেখতে হয়েছে ৷ ব্রাজিল বা আর্জেন্টিনা কোনও দলই নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না ৷ মেসি এদিন খেললেন গোটা ম্যাচেই ৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি ৷ অন্যদিকে নেইমারকে ছাড়া ব্রাজিলকেও ছন্দে দেখা যায়নি ৷ হাইভোল্টেজ ম্যাচে মোট ফাউল হয়েছে ৪২টি ৷ এ ব্যাপারে দুই দলই সমান সমান ৷ গোলের উদ্দেশে ৯টি করে ব্রাজিল এবং আর্জেন্টিনা শট নিলেও গোল আসেনি একটিতেও ৷
advertisement
ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। তবে যেমন ম্যাচ হবে বলে আশা করা হয়েছিল, তার কিছুই হয়নি ৷ ম্যাচে একাধিক ফাউলে বিঘ্ন ঘটে ফুটবলের স্বাভাবিক ছন্দ। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলের সুযোগ পায় ব্রাজিল ৷ সহজ সুযোগ নষ্ট করেন জুনিয়র ৷ এরপর ২৪ মিনিটে দি মারিয়ার বাড়ানো বল থেকে গোল করতে পারতেন মেসি ৷ কিন্তু মেসিকে আটকে দিতে সফল ব্রাজিলীয় ডিফেন্স ৷
প্রথমার্ধে ৪১তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান অ্যালিসন।
বিরতির পরেও ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিল দুই দল ৷ ৬০ মিনিটে অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল ৷