TRENDING:

ছোট ভাই মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান রোনাল্ডিনহো! দিলেন বিশেষ শুভেচ্ছা

Last Updated:

Brazil Football legend Ronaldinho wants Lionel Messi to win the FIFA World Cup in Qatar. ছোট ভাই মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান রোনাল্ডিনহো! দিলেন বিশেষ শুভেচ্ছা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: লিওনেল মেসির সফল ফুটবলার হয়ে ওঠার জীবনে প্রথম দিকটা তার অবদান ছিল অনেকটা। ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন বার্সেলোনাতে। মেসি নিজেও বহুবার স্বীকার করেছেন রোনাল্ডিনহ গাউচো ছিলেন বলেই নিজেকে আন্তর্জাতিক আঙিনায় তাড়াতাড়ি মেলে ধরতে পেরেছেন তিনি। ক্লাবে মেসি যাকে আইডল মনে করে সেই রোনালদিনহোর হাত ধরেই বার্সেলোনা অধ্যায়ের শুরুটা করেছিলেন লিওনেল মেসি।
মেসি শেষ বিশ্বকাপটা পান চাইছেন রোনাল্ডিনহো
মেসি শেষ বিশ্বকাপটা পান চাইছেন রোনাল্ডিনহো
advertisement

খুব কাছ থেকে মেসিকে দেখেছেন এই ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর। মেসির তারুণ্যের সময়টাতে তাকে দিক নির্দেশনা দিয়ে সমৃদ্ধ করেছেন আজকের মেসি হওয়ার পথ। কাতার বিশ্বকাপেও তাই ছোট ভাই তুল্য মেসির খেলা দেখতে ছুটে এসেছেন রোনালদিনহো। বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ম্যাজিকের রাতে স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার বিজয়গাঁথা।

আরও পড়ুন - `আর্জেন্টিনা আন্ডারডগ, এটাই আমাদের সুবিধে'! ফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু মার্টিনেজের

advertisement

এই মেসিকে তিনি ৫০ বছর পর্যন্ত খেলতে দেখতে চান বলে জানিয়েছেন। ফ্রেঞ্চ দৈনিক এলইকুয়েপের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, মেসির জন্য এই খেলাটা সাধারণই, তাই নয় কি? সে দীর্ঘদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছে। এটা তার শেষ বিশ্বকাপ। আমি নিশ্চিত, সে সবকিছুই করবে এই ট্রফিটা জয়ের জন্য।

advertisement

আমার কাছে মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত খেলতে পারবে কারণ তার যে কোয়ালিটি আছে তা অন্য কারোর নেই। এ সময় এমবাপেকে নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদিনহো। তিনি বলেন, তার খেলা দেখে আমার ভাল লেগেছে। আমি তার জন্য খুবই খুশি। সে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছে এবং সে এখনো অনেক তরুণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তার সবধরণের কোয়ালিটি আছে এবং ঠাণ্ডা থাকছে। ব্রাজিলিয়ানরা এই ধরণের খেলোয়াড়কে তাদের দলে রাখতে পছন্দ করে। তবে ফাইনালে মেসির প্রতি রোনালদিনোর ভোট থাকবে জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

বাংলা খবর/ খবর/খেলা/
ছোট ভাই মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান রোনাল্ডিনহো! দিলেন বিশেষ শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল