এই মুহূর্তে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলা হয়ে গেছে৷ টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট হবে ১ মার্চ থেকে৷ ইনদওরে হোলকার স্টেডিয়ামে এখন হবে এই ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ৷
আরও পড়ুন - Maut Ka Kuan: মুক্তাই চণ্ডী মেলায় মত কা কুয়ার-সময় মারাত্মক দুর্ঘটনা, তারপর...
advertisement
ধরমশালায় প্রাথমিকভাবে এই তৃতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল৷ কিন্তু হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ নিয়ে কিছু সমস্যা হওয়ার কারণে বোর্ড ধরমশালা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল৷
হিমাচল প্রদেশ ক্রিকেট বোর্ড পুরো আউটফিল্ড এমনকি পিচও নতুন করে তৈরি করেছে৷ এই পিচে এখনও কোনও ম্যাচ খেলা হয়নি ফলে এই পরীক্ষা না হওয়া পিচে খেলা করানোর রিস্ক নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড৷ কারণ এই টেস্ট সিরিজের ফয়সালার ওপর নির্ভর করে ভারতের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দাঁড়িয়ে৷ তাই ভারতীয় বোর্ড কোনও আনকোরা পিচে চ্যালেঞ্জের সামনে ফেলে দিতে চায় না টিম ইন্ডিয়াকে৷
ধরমশালার স্টেডিয়ামের মাঠে স্কোয়ারের কাছে একটি প্যাচ রয়েছে সেটা এখনও শেষ হয়নি, আর মূল সমস্য সেই জায়গাটি নিয়েই৷ ধরমশালায় এখনও অবধি ২০১৭ সালে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলা হয়েছে৷ সেই ম্যাচটিও ছিল ভারত বনাম অস্ট্রেলিয়া৷