টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার জাহির খান (Zaheer Khan) বিয়ে করেছেন সাগরিকা ঘাটকেকে ২০১৭ সালে বিয়ে করেন সাগরিকা ও জাহির ৷ দু'জনেই অত্যন্ত শান্ত স্বভাবের, মনের মিল সহজেই হয়, দিনের প দিন সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷
advertisement
নিজের সময়ে জাহির খান রিভার্স স্যুইং করতে বিশেষ ভাবে পারদর্শী ছিলেন ৷ ২০১১-এর বিশ্বকাপে জাহিরের ঝুলিতে সব থেকে বেশি উইকেট ছিল ৷ সাগরিকাকে জনপ্রিয় ছবি চাক দে ইন্ডিয়ায় অভিনয় করেছেন ৷
আরও পড়ুন: Ind vs WI: ‘‘মেরা জুতা হ্যায় জাপানি’’ ও কী পায়ে দিয়েছেন পন্থ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ২০১৭ সালে বিয়ে করেন ৷ ইতালিতে হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে হয় বিরাট ও অনুষ্কার ৷ ২০২১-এর জানুয়ারিতে জন্ম হয় মেয়ে ভামিকার ৷ ২০১৩ সাল থেকেই বিরাট-অনুষ্কা একে অপরের সঙ্গে ডেট করতেন ৷
এরপরেই প্রেম পূর্ণতা পায় অর্থাৎ তাঁদের বিয়ে হয় ৷ বিরাট কোহলি বর্তমানে পৃথিবীর অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান আছে তাঁর নামে ৷ একই সঙ্গে অনুষ্কা শর্মাও বলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান নায়িকাদের মধ্যে অন্যতম ৷
আরও পড়ুন: Shakib Al Hasan: বাস কন্ডাক্টর বাংলাদেশের শাকিব আল হাসান! ভাইরাল ছবি দেখে অবাক লোকজন
শর্মিলা ঠাকুর নিজের সময়ে অত্যন্ত সুন্দরী নায়িকা ছিলেন ৷ তিনি ভারতীয় ক্রিকেট দলে টাইগার নামে পরিচিত মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন ৷ ষাটের দশকের সুপারহিট প্রেম কাহিনিতে মজে ছিলেন দর্শকেরা ৷ পতৌদি ও শর্মিলা ঠাকুরের পরিচয় হয় দিল্লিতে ৷ প্রথম দর্শনেই পতৌদি শর্মিলার প্রেমে পড়েন ৷ তারপরে বাকিটা সবার জানা ৷
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ১৯৯৬ সালে অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন ৷ একটি বিজ্ঞাপনের শ্যুটে পরিচয় হয় আজহার ও সঙ্গীতার ৷
ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের মধ্যে অন্যতম আজহার ৷ ক্রিকেট ও ব্যক্তিগত জীবন নিয়ে মহম্মদ আজহারউদ্দিন সব সময়েই চর্চায় থাকেন ৷