আরও পড়ুন: রবীন্দ্র জাদেজার জাদুতেও কামাল হল না, রচিন রবীন্দ্রর ব্যাটে প্রথম টেস্ট ড্র
দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্টের জেরে ভারতীয় দলের সফর হওয়ার জন্য কেন্দ্রের অনুমতি প্রয়োজন। কেন্দ্রের সবুজ সংকেত পেলেই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড। তবে বিসিসিআই (BCCI) এখনও কোনও সিদ্ধান্ত না জানালেও সিরিজ নিয়ে আশাবাদী প্রোটিয়া বোর্ড। সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও জানান, ‘‘ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সবসময় কথা হচ্ছে। আমরা সিরিজ নিয়ে আশাবাদী। দক্ষিণ আফ্রিকার সরকারও আমাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। ভারতীয় দল এদেশে এলে যাতে সবরকম বিধি মেনে চলা যায় তার ব্যাপারে সব সময় সাহায্য করবে সরকার৷’’
advertisement
আরও পড়ুন: নিজে জানাননি, কিন্তু ‘এই’ সুন্দরী ফাঁস করলেন Shardul Thakur Engagement-র ভিডিও
এ ছাড়াও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রয়োজনে জোড়া জৈব সুরক্ষা বলয় তৈরি থাকবে। একই সঙ্গে দুটি জৈব সুরক্ষা বলয় বা বায়ো বাবল তৈরি থাকবে। যদি কোনও বায়ো বাবল ভেঙে যায় তাহলে সঙ্গে সঙ্গে অন্য সুরক্ষা বলয়ে ঢুকে যেতে পারবে দুটি দল।
আরও পড়ুন: সবাইকে পেছনে ফেলে সোমবার ফের ফুটবলের সেরা তারকার সম্মান পেতে চলেছেন মেসি!
অর্থাৎ ইংল্যান্ড সিরিজে যে সমস্যা হয়েছিল, তা জোড়া জৈব সুরক্ষা বলয় থাকলে হবে না। এছাড়াও প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করতে তৈরি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিনটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। দিন কয়েকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারে বোর্ড। সূত্রের খবর, সিরিজ হওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ডকর্তারাও। তাই সিরিজ নিয়ে গ্রিন সিগন্যাল পাওয়ার পর মুম্বই টেস্টের মাঝেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করতে পারে বিসিসিআই।