দ্রুত মাঠে ছুটে আসেন দলের চিকিৎসকরা। মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে একটি হুইলচেয়ারের সাহায্যে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এর আগে রেড্ডি ইংল্যান্ড ওপেনার অ্যামি জোনসকে আউট করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁর ওভার অসম্পূর্ণ থাকায় তা শেষ করেন জেমিমা রড্রিগেস।
আরও পড়ুনঃ Asia Cup 2025 Final: ফাইনালের আগে বড় সমস্যায় ভারতীয় দল! ট্রফিও হতে পারে হাতছাড়া! কারণটা কী
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও আশা করছে যে অরুন্ধতীর চোট গুরুতর নয়। তবে যদি তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যান, তাহলে রিজার্ভে থাকা পেসার সায়ালি সাতঘারে তাঁর পরিবর্তে দলে জায়গা পেতে পারেন। এর আগে যস্তিকা ভাটিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় উইকেটকিপার-ব্যাটার উমা ছেত্রীকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে একের পর এক চোট দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।