রিলিজে বলা হয়েছে, ‘ পিচটি প্রথম দিন থেকেই প্রয়োজনের থেকে বেশি টার্ন ছিল, যদি সেশন এগোনর সঙ্গে সঙ্গে সেটা উন্নত হয়েছে৷ আমার দৃষ্টিতে এটা ব্যাট বলের মধ্যে নায্য লড়াই ছিল না৷ ’’ এটাই জানিয়েছেন শ্রীনাথ৷ বিসিসিআইকে এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন - Viral News: মদের নেশায় চুর! নিতম্বে এ কার নামের ট্যাটু করালেন মহিলা
advertisement
ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) দ্বিতীয় টেস্টে ভারত ২৩৮ রানে জেতে পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test) ৷ দুই টেস্ট ম্যাচের সিরিজে ২-০ তে জিতেছে ভারত৷ বেঙ্গালুরুতে সোমবার জিতে ২-০ করেছে৷ রোহিত শর্মা -র নেতৃত্বাধীন ভারতীয় দল মাত্র ৩ দিনের মধ্যে সিরিজ পকেটে পুড়েছে৷ পিঙ্ক বল টেস্টে ৯ উইকেট দরকার ছিল তাদের, তা তারা একটা সেশন এবং অর্ধেকের মধ্যে হাসিল করে নেন৷ ঘরের মাঠে দাপট দেখিয়ে সিরিজ যেতে তারা৷
এই সিরিজের প্রথম টেস্ট ভারত জিতেছিল এক ইনিংস ও ২২২ রানে৷ পিঙ্ক বল টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer )৷ স্পিন সহায়ক পিচে দুই ইনিংসেই অর্ধশতরান করার জন্য তাঁকে ম্যান অফ দ্য ম্যাচ বাছা হয়৷ এদিকে উইকেটরক্ষক ঋষভ পন্থ প্লেয়ার অফ দ্য সিরিজ হন৷ ব্যাট হাতে এবং উইকেটের পিছনে তাঁর পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পান তিনি৷