জাভেলিনের জাতীয় প্রতিযোগিতাতে লড়াই করেছেন নীরজ চোপড়ার সঙ্গেও। সাম্প্রতিক রাজ্য স্তরে জাভেলিন থ্রো’তে দ্বিতীয় হয়েছেন অনিমেষ। এই প্রতিযোগিতায় ইনজুরি থেকে রিকভার করেই মাঠে নেমেছিলেন বাঁকুড়ার চাঁদমারিডাঙ্গার বাসিন্দা অনিমেষ। তাতেই রাজ্যে দ্বিতীয়! জানলে অবাক হবেন অনিমেষ মুখার্জি অনূর্ধ্ব ১৮ স্তর থেকে মায়ের কাছে ট্রেনিং নিয়ে একজন চ্যাম্পিয়ন অ্যাথলিট হয়েছেন। বর্তমানে তাঁর কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়৷
advertisement
রাজ্যে ন’বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় স্তরেও খুব ভাল ফল করেছেন বাঁকুড়া অনিমেষ। তবে বিশেষ কিছু কারণের জন্য রয়েছে কিছু প্রশ্ন। জাতীয় স্তরে ‘টপ সিক্সে’ জায়গা করে নেওয়ার পরও বাকিদের মত ফিনল্যান্ডে গিয়ে ক্যাম্পে অংশগ্রহণ করার ডাক পাননি অনিমেষ। কী কারণেএমনটা হল তার কোনও উত্তর সে এখনও পায়নি। যদিও থেমে না থেকে খেলাধুলাকে ভালোবেসে নিজে ব্যবসা চালিয়ে, প্রায় প্রতিবছর রাজ্যে দূর্দান্ত ফল করেন অনিমেষ।
যদি সবকিছু ঠিকঠাক হত তাহলে হয়ত নীরজদের সঙ্গে অনিমেষকেও দেখা যেত অলিম্পিকের মঞ্চে। বাঁকুড়ার হয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অনিমেষ। তারপর বিভিন্ন কারণ বশত বাঁকুড়া ছেড়ে মোহনবাগানে যোগ দেন তিনি। ২০২৪ সালের প্রতিযোগিতা এবং বাকি সাত বার জাভ্যালিন থ্রো’তে মোহনবাগানের হয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।
Neelanjan Banerjee