TRENDING:

Bankura News: বাঁকুড়ার ‘নীরজ চোপড়া’, রাজ্যে জ্যাভলিন থ্রো-তে ৯ বার চ্যাম্পিয়ন বাঁকুড়ার অনিমেষ, চেনেন কি

Last Updated:

Bankura News: রাজ্যে ন'বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় স্তরেও খুব ভাল ফল করেছেন বাঁকুড়া অনিমেষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: অলিম্পিক্সের সময় নীরজ চোপড়ার দিকে চোখ ছিল সবার। জানেন কি আমাদের বাঁকুড়াতেও রয়েছে একজন চ্যাম্পিয়ন জ্যাভিলিন থ্রোয়ার। একবার নয়! দুইবার নয়! প্রায় নয় বার রাজ্যে জাভেলিন থ্রো’তে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকুড়ার এই অ্যাথলিট। শুনে অবাক লাগছে! রাজ্যে ন’বার জ্যাভলিন চ্যাম্পিয়ন বাঁকুড়ার অনিমেষ মুখোপাধ্যায়। কথাটা অবিশ্বাস্য লাগলেও সত্যি। সৌরভ গাঙ্গুলীর হাত থেকে বাঁকুড়ার অনিমেষ পেয়েছিলেন রাজ্যের বেস্ট অ্যাথলিটের পুরস্কার।
advertisement

জাভেলিনের জাতীয় প্রতিযোগিতাতে লড়াই করেছেন নীরজ চোপড়ার সঙ্গেও। সাম্প্রতিক রাজ্য স্তরে জাভেলিন থ্রো’তে দ্বিতীয় হয়েছেন অনিমেষ। এই প্রতিযোগিতায় ইনজুরি থেকে রিকভার করেই মাঠে নেমেছিলেন বাঁকুড়ার চাঁদমারিডাঙ্গার বাসিন্দা অনিমেষ। তাতেই রাজ্যে দ্বিতীয়! জানলে অবাক হবেন অনিমেষ মুখার্জি অনূর্ধ্ব ১৮ স্তর থেকে মায়ের কাছে ট্রেনিং নিয়ে একজন চ্যাম্পিয়ন অ্যাথলিট হয়েছেন। বর্তমানে তাঁর কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়৷

advertisement

রাজ্যে ন’বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় স্তরেও খুব ভাল ফল করেছেন বাঁকুড়া অনিমেষ। তবে বিশেষ কিছু কারণের জন্য রয়েছে কিছু প্রশ্ন। জাতীয় স্তরে ‘টপ সিক্সে’ জায়গা করে নেওয়ার পরও বাকিদের মত ফিনল্যান্ডে গিয়ে ক্যাম্পে অংশগ্রহণ করার ডাক পাননি অনিমেষ। কী কারণেএমনটা হল তার কোনও উত্তর সে এখনও পায়নি। যদিও থেমে না থেকে খেলাধুলাকে ভালোবেসে নিজে ব্যবসা চালিয়ে, প্রায় প্রতিবছর রাজ্যে দূর্দান্ত ফল করেন অনিমেষ।

advertisement

আরও পড়ুন – Husband and Wife Problem: বউ বাপের বাড়ি গিয়েছিল, শ্বশুরবাড়ি আর ছাড়ছে না, ‘অভাগা’ স্বামী ধরনায়, ‘বউ ফেরত চাই’

View More

যদি সবকিছু ঠিকঠাক হত তাহলে হয়ত নীরজদের সঙ্গে অনিমেষকেও দেখা যেত অলিম্পিকের মঞ্চে। বাঁকুড়ার হয়ে একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অনিমেষ। তারপর বিভিন্ন কারণ বশত বাঁকুড়া ছেড়ে মোহনবাগানে যোগ দেন তিনি। ২০২৪ সালের প্রতিযোগিতা এবং বাকি সাত বার জাভ্যালিন থ্রো’তে মোহনবাগানের হয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Neelanjan Banerjee

বাংলা খবর/ খবর/খেলা/
Bankura News: বাঁকুড়ার ‘নীরজ চোপড়া’, রাজ্যে জ্যাভলিন থ্রো-তে ৯ বার চ্যাম্পিয়ন বাঁকুড়ার অনিমেষ, চেনেন কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল