TRENDING:

U-19 Team India Team Announcement: বাংলার ক্রিকেটার আবার ভারতীয় দলে! বড় খবর, বাঙালির আজ গর্বের দিন

Last Updated:

ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা হল। আর সেই দলে সুযোগ পেলেন বাংলার যুধাজিৎ গুহ। তিনি কলকাতার চেতলার বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা হল। আর সেই দলে সুযোগ পেলেন বাংলার যুধাজিৎ গুহ। তিনি কলকাতার চেতলার বাসিন্দা।
News18
News18
advertisement

এর আগেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে ডাক পেয়েছিলেন বাংলার এই ডানহাতি পেসার। ২০২৪ সালের সেপ্টেম্বরে পুদুচেরিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজের জন্য তিনি ডাক পেয়েছিলেন। এবার তাঁকে দেখা যেতে পারে ইংল্যান্ডে।

আরও পড়ুন- দ্বিতীয় প্রেমটাও ভেঙে গেল! সচিন-কন্যা সারার আবার ব্রেক-আপ, জানাজানিও হয়ে গেল!

advertisement

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজসিংহ চাভড়া, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক এবং উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খেলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিত গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা, অনমোলজিত সিং।

advertisement

চেতলার যুধাজিৎ গুহ।

এই সফরে ৫০ ওভারের একটি অনুশীলন ম্যাচ, তার পর পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দুটি ম্যাচ রয়েছে ভারতীয় দলের। এই সিরিজে আইপিএল সিজন ১৮-র সবচেয়ে বড় আবিষ্কার হিসেবে বিবেচিত ব্যাটার ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী ডাক পেয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলে বৈভব আইপিএল সিজন ১৮-এ অসাধারণ ইনিংস খেলেছেন। তিনি এবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। ২১ জুন ইংল্যান্ড যাবে ভারতের যুব দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একদিনের ক্রিকেটে খেললেও লাল বলের ক্রিকেটে আরও বেশে কার্যকরী হতে পারেন যুধাজিৎ, মনে করছে টিম ম্যানেজমেন্ট। এর আগের সিরিজে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত বোলিং করেছিলেন তিনি। বাংলার হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে তিনি ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের হয়ে ময়দানে খেলেন তিনি। ফলে তিনি যে ভারতীয় যুব দলে ডাক পাবেন, তা কিছুটা কাঙ্খিত ছিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
U-19 Team India Team Announcement: বাংলার ক্রিকেটার আবার ভারতীয় দলে! বড় খবর, বাঙালির আজ গর্বের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল